১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে গাঁজাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

- ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন মো: সোহেল মিয়া (২০), মো: জীবন হোসেন (২১), মো: মুন্না হোসেন (২১) ও ওয়াসিম (৪২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়, বুধবার বিকেলে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

এতে বলা হয়, বেশকিছু মাদককারবারি মাদক বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement