রাজধানীতে দিনেদুপুরে ডাকাতি, মালামালের সাথে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ নভেম্বর ২০২৪, ২০:৫৮, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:০০
রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সাথে এক শিশুকেও দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো: জসীমউদ্দীন জানিয়েছেন, ‘ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।’
এ দিকে, এমন ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ওই বাসার গৃহকর্ত্রীর এক সহকর্মী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শুক্রবার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন নারী আর দু’জন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা