২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৈষম্যবিরোধী আন্দোলন : হত্যাসহ ১৫ মামলার আসামি আমিনুল গ্রেফতার

-

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আল শাহরিয়ার হোসেন হত্যাসহ ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো: মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে রোববার মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে শাহরিয়ার হোসেন যোগদান করেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। এরমধ্যে তিনি শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement