হজ সংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারক চক্রের ব্যাপারে সর্তকতা জারি ধর্ম মন্ত্রণালয়ের
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ অক্টোবর ২০২৪, ১৭:০১
হজ সংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারক চক্রের ব্যাপারে সর্তকতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২০ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসেবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এজন্য কোনো ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।
ইতোপূর্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।
সূত্র : বাসস