১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান

ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান - ছবি : সংগৃহীত

চার বছর পর দ্বি-পক্ষীয় কোনো সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় এক মাসের এই সফরে দুই টেস্টের সাথে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।

টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের সফর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় রাত পোহালেই মাঠে নামবে টাইগাররা। বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সদ্যই পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো টেস্ট জয়। একই সাথে সিরিজ জয়ও। তাছাড়া পাকিস্তানের মাটিতেও যেকোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয় এটি।

পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ধবলধোলাই করার আত্মবিশ্বাস ভারতেও ধরে রাখতে চায় হাথুরুসিংহে বাহিনী। ভারতের মাটিতেও লিখতে চায় নতুন ইতিহাস। আগে যা কখনো হয়নি, সেটাই করতে চায় এবার। ভারতের মাটিতে পেতে চায় টেস্ট জয়ের স্বাদ।

ভারতের মাটিতে তাদের বিপক্ষে একটা টি-টোয়েন্টি জয়ের রেকর্ড থাকলেও, নেই কোনো টেস্ট জয়ের রেকর্ড। অবশ্য ঘরের মাঠেও কখনো ভারতকে টেস্ট হারাতে পারেনি বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সব মিলিয়ে ১৩টা টেস্ট খেললেও জয় অধরা টাইগারদের। বেশ লজ্জাজনকভাবে হেরেছে ১১ ম্যাচেই। বাকি দুই ম্যাচ ড্র হয়। যার দু’টিই বাংলাদেশের মাটিতে। ভারতের মাটিতে তিনটা ম্যাচ খেলে হার দেখেছে সবগুলোতেই।

ভারতের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও তাদের সাথে একটা ইতিহাসের অংশ হয়ে আছে টাইগাররা। গোলাপি বলের ডে নাইট টেস্টে ভারতের সাথে প্রথমবার খেলার স্বাদ পায় বাংলাদেশ। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় ওই ম্যাচ।

ইতিহাসে নাম লেখানো সেই ম্যাচটাও অবশ্য ভুলে যেতে চাইবে টাইগাররা। সেই ম্যাচে ইনিংস ও ৪৬ রানের লজ্জাজনকভাবে হেরে যায় মুমিনুল হকের দল। এরপর ভারতের বিপক্ষে আরো দু’টি টেস্ট খেললেও তা ছিল ঘরের মাঠে।

ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ১৫ ইনিংসে ৬০৪ রান তার। মোহাম্মদ আশরাফুলের ৩৮৬ রানের পর আছেন সাকিব আল হাসান। তার রান ৩৭৬। ভারতের পক্ষে সর্বোচ ৮২০ রান শচীন টেন্ডুলকারের।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট আবু জায়েদ রাহির। এবাদত হোসেন ও তাইজুল ইসলামের আছে ৪ উইকেট। পরিসংখ্যানই বলে দেয়, ভারতের বিপক্ষে বল হাতে তেমন একটা সফল নয় টাইগাররা বোলাররা।

এবার সেই আরাধ্য সাধনে সাধ্যের সবটা দিয়েই চেষ্টা করবেন সাকিব-মুশফিকরা। আত্মবিশ্বাসীও টাইগাররা।


আরো সংবাদ



premium cement