১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

উড়ছে বাংলাদেশ, দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ

- ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় উড়ছে রাবেয়া-জ্যোতিরা। ধরে রেখেছে টানা জয়ের ধারা। ওয়ানডের পর আধিপত্য ধরে রেখেছে টি-টোয়েন্টিতেও। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ।

প্রথম দুই ম্যাচে লঙ্কানদের একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় আসে ১০৪ রানে। এবার অবশ্য ব্যবধান তত বড় হয়নি। রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে জয় আসে ১০ রানে।

সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। তবে এই রানই জয়ের জন্য যথেষ্ট করে তুলেন বোলাররা। জবাবে ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শুরু থেকেই চেপে ধরে বিপর্যয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন সাথী রানী।

এ ছাড়া নিগার সুলতানা জ্যোতি ১২ ও রিতু মনি ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মালশা শেহানি।

ছোট এই লক্ষ্যে খেলতে নেমেও মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ধাক্কা থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। লঙ্কানদের হয়ে উইকেটরক্ষক ব্যাটার কৌশিনী নুথিয়াঙ্গা ২১ রান করে। আর ২২ রান এসেছে নিক্ষানা সান্দামিনির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে উইকেট পান সুলতানা খাতুন ও ও ফাহিমা খাতুন।


আরো সংবাদ



premium cement
নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদ মুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি আধিপত্য বিস্তার এবং হত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড স্ত্রীসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বেনাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলন কিউবাকে সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার

সকল