১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১০৪ রানে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা - ছবি : সংগৃহীত

রাবেয়া খানকে পড়তেই পারছিল না শ্রীলঙ্কা। চোখে যেন সর্ষেফুল দেখছিল। স্বাগতিকদের মাত্র ৬০ রানে গুটিয়ে যাওয়া যেন তারই সাক্ষী দেয়। মাত্র ৪ রান দিয়ে রাবেয়ার শিকার ৪ উইকেট। ফলে বাংলাদেশ নারী এ দল পায় ১০৪ রানের বিশাল জয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পি সারা ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ। জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ব্যাটাররাই। ফিফটি হাঁকান সাথি রাণী। তাছাড়া ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা।

ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ।

দলকে এই দিন উড়ন্ত শুরু এনে দেয়ার আভাস দেন দিলারা আক্তার ও সাথি। মাত্র ১.৩ ওভারেই ২২ রান তুলে ফেলেছিলেন তারা দুজন। তবে দ্বিতীয় ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দিলারা ফেরেন ৯ রানে।

দিলারা ফেরার পর সোবহানাকে সাথে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন সাথি। তাদের দুজনের ব্যাটে শতক পার করে বাংলাদেশ। ৭ চারে ৪০ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন সাথি। তবে এরপরই রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

আরেক ব্যাটার সোবহানাও রিটায়ার্ড আউট হয়েছেন ৩৯ রানের ইনিংস খেলে। পরবর্তীতে তাজ নাহার, রিতু মনি এবং ফাহিমা খাতুন তেমন একটা ভালো করতে না পারলেও ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নিগার সুলতানা।

জবাব দিতে নামা লঙ্কানদের উদ্বোধনী জুটি প্রথম বড় হতে দেননি সুলতানা খাতুন। ১১ রান করা কৌশিনীকে ফিরিয়ে এনে দেন প্রথম উপলক্ষ। এরপর আরেক ওপেনার পূর্ণাকেও ১৮ রানে আটকে দেন তিনি।

দুই ওপেনারকে হারানোর পর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সুলতানা উইকেট নেয়ার কাজটা শুরু করলেও পরের দিকে ব্যাটারদের দাঁড়াতে দেননি রাবেয়া ও ফাহিমা।

দুজনের ঘূর্ণির সামনে অনেকটা সময় হয়ে পড়েছিলেন লঙ্কান ব্যাটাররা। দারুণ বোলিংয়ে বাংলাদেশ অধিনায়ক রাবেয়া মাত্র ২.৪ ওভারে তুলে নেন ৪ উইকেট। ফাহিমা নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement