১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কথা রেখেছেন মিরাজ, পাশে দাঁড়িয়েছেন ‘শহীদ’ পরিবারের

ছাত্র আন্দোলনে প্রাণ হারানো রিকশাচালকের পরিবারের হাতে তুলে দেয়া হয় মিরাজের ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কারের অর্থ - ছবি : সংগৃহীত

কথা রেখেছেন মেহেদী মিরাজ, দাঁড়িয়েছেন বাবা হারানো সন্তানদের পাশে। ছাত্র আন্দোলনে প্রাণ হারানো রিকশাচালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কারের অর্থ। দেখালেন মানবিকতার অনন্য নিদর্শন।

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এমন অর্জনে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। স্বীকৃতিস্বরূপ জেতেন সিরিজ সেরার পুরস্কারও।

তবে এই পুরস্কার নিজের জন্য গ্রহণ করেননি মিরাজ। পুরস্কার বিতরণী মঞ্চেই তিনি জানান, এই অর্থ (দুই লাখ টাকা) তিনি অনুদান হিসেবে দেবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে।

কেন দেবেন, পরবর্তী সময়ে বিসিবি’র প্রকাশিত এক ভিডিওতে তা প্রকাশ করেন মিরাজ। বলেন, ‘হঠাৎ আমার সামনে একটি ভিডিও আসে। যেখানে একটা ছেলে কান্না করছিল। আমার ছেলের মতোই বয়স। কান্না করছিল আর বলছিল আমার বাবা নামাজ পড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছে। আমি রক্ত দেখেছি। আমার বাবা ফিরে আসেনি।’

‘ওই কথাগুলো এখনো আমার কানে বাজে। আমার কাছে খুব খারাপ লেগেছিল। এই ঘটনাটা এতটাই হৃদয়বিদারক ছিল যে আমার মন ব্যথিত হয়ে গিয়েছিল। তখনই নিয়ত করেছিলাম, আমি দেশে এসে তাদের কিছুটা সাহায্য করব।’

যাহোক, পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পর গতকাল (বুধবার) সেই রিকশাচালকের পরিবারের সাথে দেখা করেন মেহেদী মিরাজ। তাদের কাছে টেনে নেন ও সান্ত্বনা দেন। সেই সাথে বুঝিয়ে দেন সেই পুরস্কারের অর্থও। সেইসাথে আশ্বাস দেন প্রয়োজনে পাশে থাকার।


আরো সংবাদ



premium cement