১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাকিবের ঘূর্ণিতে জয়ের স্বপ্ন বুনছে সারে

সাকিব আল হাসান - সংগৃহীত

আগের দিনটা রাঙিয়ে ছিলেন নিজের মতো, তবে বুধবার দিনের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। ব্যাট হাতে হতাশ করেন তিনি। তবে বল হাতে নিয়ে ফের দেখা দিয়েছেন বিধ্বংসী রূপে। তার ঘূর্ণিতে ভর করেই জয়ের স্বপ্ন বুনছে ইংলিশ কাউন্টি দল সারে।

দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সাকিব আল হাসানের। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলছেন তিনি। অভিষেকে মাঠে নেমেই জানান দেন নিজের উপস্থিতি। বল হাতে নেন ইনিংস সেরা ৪ উইকেট।

সুবাদে প্রতিপক্ষ সমারসেটে গুটিয়ে যায় মাত্র ৩১৭ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২১ রানে থামে সারে। ৪ রানের লিড নেয় সাকিবের দল। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। ফেরেন মাত্র ১২ রানে।

তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেন সাকিব। একদম প্রথম ওভার থেকেই কাঁপিয়ে দেন সমারসেটকে। দ্বিতীয় বলেই মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে নিজের শিকার বানিয়েছেন, ফেরান ৩ রানে।

১৪তম ওভারে ফেরান টম এবলকেও (১৮)। এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাকে। এরপর সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকেও ফিরিয়েছেন সাকিব। ১৩ রান করে আউট হন তিনি।

সাকিবের ৪ উইকেটের সাথে জো ক্লার্কের জোড়া উইকেটে ১৫৩ রানে ৯ উইকেট হারায় সমারসেট। তবে সেখান থেকে টম ব্যান্টন আর ক্রেইগ ওভারটন মিলে দুই শ’র কাছাকাছি নিয়ে গেছেন দলের স্কোর।

দিন শেষ হওয়ার আগে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। ওভারটন ৪০ ও ব্যান্টন ব্যাট করছেন ২৮ রানে। বৃহস্পতিবার তাদের দু’জনের কাউকে ফেরাতে পারলে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

অবশ্য এরই মাঝে দারুণ একটা মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৪ উইকেট শিকারের পরে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। তাছাড়া সারে জিতলে ম্যাচ সেরা হওয়ার সুযোগও আছে সাকিবের সামনে।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ আফ্রিকার খনিতে ৬০ জন নিহত : পুলিশ জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল