সাকিবের পাশেই আছেন ক্রিকেটাররা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৬
পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অবিস্মরণীয় পারফরম্যান্স যেমন ছিল আলোচনায়, তেমনি সিরিজ জুড়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। তবে এবার আর মাঠের কোনো কীর্তিতে নয়, আলোচনায় ছিলেন হত্যা মামলার ‘আসামি’ হয়ে।
সিরিজ শেষেও শেষ হয়নি সাকিবকে নিয়ে আলোচনা। প্রশ্ন উঠে এবার তবে কী হবে? অবশ্য আগেই জানা গিয়েছিল সাকিব সহসাই ফিরছেন না দেশে। পাকিস্তান থেকে যাবেন কাউন্টি খেলতে। সেখান থেকেই ফের যোগ দেবেন ভারত সফরের দলে।
গতকাল রাতে (বুধবার) পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সেখানে সবাই থাকলেও অনুমিত ভাবেই নেই সাকিব আল হাসান। তবে তিনি না ফিরলেও বিমানবন্দরেও ছিল তাকে নিয়েই আলোচনা। মুখ খুলতে হয় নাজমুল হোসেন শান্তকে।
মূলত ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন গার্মেন্টসকর্মী রুবেল। যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। যেখানে মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
এরপর খেলা বাদ দিয়ে তাকে দেশে ফেরাতে বিসিবি বরাবর আইনি নোটিশ দেন এক আইনজীবী। তবে বিসিবি শক্ত হাতে সব সামলে নেন। স্পষ্টই বলে দেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাকিবকে খেলতে দেয়া হবে। প্রয়োজনে আইনি সহযোগিতা করা হবে বলে জানায় বিসিবি।
একই সাথে এমতাবস্থায় সাকিবের পাশে থাকার ঘোষণা দেন সতীর্থ ক্রিকেটাররা। তাকে ‘নিরাপরাধ ও নির্দোষ’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় দলসহ বাইরে থাকা ক্রিকেটাররাও।
দেশে ফিরেও সাকিবকে নিয়ে সোচ্চার ক্রিকেটাররা। সফর শেষ দেশে ফিরে বিমানবন্দরেই তাকে নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন ক্রিকেটারদের সবাই সাকিবের পাশেই আছে। সুযোগ পেলে প্রধান উপদেষ্টার কাছেও এই নিয়ে কথা বলার ইচ্ছে জানান শান্ত।
বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে প্রধান উপদেষ্টার সাথে, তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’
এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম কোনো টেস্ট সিরিজ জয় ও পাকিস্তানের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়ে উচ্ছ্বসিত শান্ত। বলেন,‘এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলোর একটি। আমার কাছে এটাই সেরা মনে হচ্ছে। এটা শুধু আমার একার কথা নয়, দলের সবাই তা বিশ্বাস করে। খুবই ভালো লাগছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা