১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রভাব এবার র‍্যাঙ্কিংয়ে

- ছবি : সংগৃহীত

পাকিস্তানকে প্রথমবার টেস্টে ধবলধোলাই করে আনন্দমুখর সময় কাটাচ্ছেন লিটন দাস-মেহেদি মিরাজরা। এর মাঝেই তাদের জন্য বড় সুসংবাদ দিল আইসিসি, যা আরো বাড়িয়ে দিতয়েছে উন্মাদনা। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তারা। উন্নতি হয়েছে বাংলাদেশেরও।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বড় প্রভাব ফেলেছে রাওয়ালপিন্ডির জোড়া টেস্ট। বাংলাদেশ যেই সিরিজ জিতেছে ২-০ তে। পাকিস্তানের মাটিতে যা তাদের প্রথম কোনো সিরিজ জয়।

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। ১৩ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬। তবে উন্নতি হয়নি র‍্যাঙ্কিংয়ে। যথারীতি নবম স্থানেই আছে বাংলাদেশ।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০ উইকেটে হারে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান ৬ উইকেটে। টেস্ট ইতিহাসে এই নিয়ে মাত্র দুই বারই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ফলে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে তাদের।

যেখানে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে ম্যান ইন গ্রিণরা। পাকিস্তানের এখন রেটিং পয়েন্ট ৭৬। ২০০৩ সালের পর যা পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্ট।

এদিকে পাকিস্তানকে সিরিজ হারানোয় বড় ভূমিকা রাখা লিটন দাস আর মেহেদী মিরাজেরও উন্নতি হয়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়ে। লিটন উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে। ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

৬৮৮ রেটিং পয়েন্ট পাওয়া লিটনই এখন টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান। লিটনের পরেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১৭ নম্বর স্থানে আছেন মুশফিকুর রহিম। ৬৭৫ রেটিং পয়েন্ট তার। এরপর অবশ্য সেরা ৪০ এ নেই আর কেউ।

এদিকে সিরিজ সেরা মেহেদী মিরাজ ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪২৫। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন মিরাজ, ৩ ধাপ এগিয়ে ৭ নম্বরে এখন তিনি। আর বোলিংয়ে ১ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন মিরাজ।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ধসিয়ে দেন বাংলাদেশের তিন পেসার। র‌্যাঙ্কিংয়েও বেশ বড় লাফ দিয়েছেন তারা। ২৩ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে এসেছেন নাহিদ রানা। ১১ ধাপ এগিয়ে তাসকিন এখন ৮৫ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৭ নম্বরে আছেন হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ আফ্রিকার খনিতে ৬০ জন নিহত : পুলিশ জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল