১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ - সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার নির্বাচিত হয়েছেন তিনি। তবে দায়িত্ব নেবেন আগামী ১ ডিসেম্বর থেকে।

আগামী দিনে ক্রিকেটকে আরো ছড়িয়ে দিতে চান পুরো বিশ্বে, নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয় শাহ।

দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্বে জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে।

জয় শাহ যে আগামী দিনে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, সেই আভাস বহুদিন ধরেই ছিল ক্রিকেটমহলে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর চেয়ারম্যান পদে থাকতে আগ্রহী নন বলেও শোনা গিয়েছিল।

তারপর থেকেই চেয়ারম্যান পদে সকলের চেয়ে এগিয়ে যান জয় শাহ। তবে এই পদের নির্বাচনে মনোনয়ন দেননি আর কোনো বোর্ড কর্মকর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। সময়সীমার মধ্যে আর কোনো প্রার্থীই মনোয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত বিসিসিআই সচিব। জয় শাহ বলেন, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে রয়েছি যখন সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাছাড়াও নতুন প্রযুক্তির ব্যবহার, মেগা টুর্নামেন্টগুলোকে আরো নতুন দেশে ছড়িয়ে দেয়াটাও খুবই প্রয়োজন।’

ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন বিশ্বজুড়ে আরো ছড়িয়ে পড়ে, সেদিকে নজর দিতে চান জয় শাহ। ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। এর ফলে ক্রিকেট আরো নতুন দিগন্তে ছড়িয়ে পড়বে বলেই আশাবাদী আইসিসির নতুন চেয়ারম্যান। সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
মানবতাবিরোধী অপরাধে জড়িত পুলিশ সদস্যরা গাঢাকা দিয়েছেন কক্সবাজারে পাহাড়ধসে ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ৫০১ মি.মি. বৃষ্টি সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে : মির্জা ফখরুল ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত বিরক্ত ভারত বাম চোখে কিছু দেখেন না বেলাল, গুলি একটা রয়েই গেছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকা আসছে গাজায় ইসরাইলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত আমদানির প্রভাব পড়েনি ডিমের বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-সবজি সিন্ডিকেটের কবলে তাঁতবোর্ড প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে নাম বাদ হবে ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে যুদ্ধে জড়াবে পশ্চিম : পুতিন

সকল