১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বন্যার্ত মানুষের পাশে আছেন ক্রিকেটাররা

- ছবি : সংগৃহীত

জাতীয় দল আর ‘এ’ দল ব্যস্ত সূচিতে এই মুহূর্তে অবস্থান করছে পাকিস্তানে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলছেন তাসকিন-শরিফুলরা। তবে সেখানে থেকেও তাদের মনটা পড়ে আছে দেশে। নিজেরা ভালো থাকলেও বন্যার্তদের জন্য কাঁদছে তাদের মন।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের আটটি জেলা। ভারত থেকে আসা ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টির কারণেই এই বন্যা। বাঁধ ভেঙে প্লাবিত চারপাশ। ঘটছে মৃত্যুর ঘটনাও। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

এই অবস্থায় দেশবাসীর মতো অস্থির অবস্থায় আছেন জাতীয় দলের ক্রিকেটারাও। খেলায় ব্যস্ত থাকলেও দেশবাসীর দুঃসময়ে ভালো নেই তারা। এমতাবস্থা থেকে বেরিয়ে আসতে বন্যার্তদের পাশে থাকার আহ্বান দিয়েছেন নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়সহ আরো অনেক ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে একাদশে থাকা শরিফুল ইসলাম বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন। যার অর্থ ‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন, নিশ্চয় আমরা মুমিন হবো।’

তানজিম সাকিব লিখেন, ‘ইয়া আল্লাহ, আপনি আমাদের প্রাণের বাংলাদেশকে হেফাজত করুন রক্ষা করুন। যে যতটুকু পারেন একে অপরকে সাহায্য করুন। যারা বন্যার্ত মানুষদেরকে সাহায্য করছেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক এবং আপনাদের জন্য হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বন্যার খবর জানিয়ে লিখেন, ‘যতটুকু খবর পেয়েছি সেনাবাহিনী, নৌ-বাহিনীর সাথে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমি দেশের বাইরে থাকলেও, চেষ্টা করছি বন্যার কবলে পড়া মানুষদের পাশে থাকার।’

অধিনায়ক আরো যোগ করেন, ‘দেশের এই ক্রান্তি লগ্নে আমরা সবাই এক হয়ে কাজ করলে এই দূর্যোগ কাটিয়ে উঠতে পারব। ইনশাল্লাহ। আমরা সবাই মানুষ, তারা সবাই আমাদের ভাই, বোন কিংবা মা-বাবা। তাই এমন সময়ে আপনারা নিজেদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করুন।’

বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশের ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ও। তিনি লিখেন, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন।’

তিনি আরো লিখেন, ‘আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারো করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন। ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা লিখেন, ‘আল্লাহ আপনি ভয়াবহ বন্যা থেকে সবাইকে হেফাজত করুন।’

নুরুল হাসান সোহান লিখেন, ‘এই ছবিগুলো দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’


আরো সংবাদ



premium cement
ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা রিজওয়ানা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু তাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ আমতলীতে ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে যুবদল নেতা জখম সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা

সকল