১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হাথুরুসিংহের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ফারুক

বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহ - ছবি : নয়া দিগন্ত

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে ফারুক আহমেদের বিরোধ নতুন কিছু নয়। দল নির্বাচনে হাথুরুসিংহের হস্তক্ষেপের কারণেই ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক। এবার যখন বোর্ড সভাপতি হলেন, তখন সেই হাথুরুকেই পেলেন কোচ হিসেবে।

বোর্ড প্রেসিডেন্ট হবার দুই দিন আগেও এক সাক্ষাৎকারে হাথুরুর বিরোধিতা করেন ফারুক আহমেদ। স্পষ্টই বলেছিলেন, ‘হাথুরুসিংহেকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না। প্রেসিডেন্ট হবার পরও সেই কথায় অচল থাকলেন ফারুক।’

গতকাল বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। একই সভায় ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব বুঝে নেয়ার পর দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

অনেক কথার ভিড়ে প্রধান কোচ হাথুরুসিংহের ভবিষ্যৎ প্রসঙ্গেও ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়। যেখানে তার উত্তরে স্পষ্ট হয় হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে চান না তিনি। খোলামেলাভাবেই তিনি বলেন, ‘টাকার ক্ষতি হোক, কিন্তু ক্রিকেটের যেন না হয়।’

ফারুক আহমেদ বলেন, ‘হাথুরুসিংহের সাথে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কিভাবে কী করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কি না।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সাথে চুক্তি রয়েছে হাথুরুসিংহের। সেই চুক্তি শেষ হবার আগেই তাকে বিদায় করে দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমার সহকর্মীদের সাথে কথা বলি। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না এটাও দেখতে হবে।’

স্থানীয় কোচদের প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। এই ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সাথেও কথা বলতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত কাজ করেন হাথুরুসিংহে। শেষ সময়ে বিসিবির সাথে সম্পর্কের অবনতি হয় তার। ফলশ্রুতিতে চাকরি ছেড়ে দেন নিজেই। সেই হাথুরুকেই গত বছর পুনরায় কোচ করে আনে বিসিবি।

হাথুরুসিংহের প্রথম মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক। ওইবার তিনি পদত্যাগ করেছিলেন এই কোচের কারণেই। যার অন্যতম কারণ ছিল দল নির্বাচনে চন্ডিকা হাথুরুসিংহের প্রভাব বিস্তার।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে : বুলবুল অবশেষে পদ হারালেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি রোবেদ আমিন ফ্যাসিবাদি সরকার সব সময় শাসন ও শোষণ করেছে নীলফামারীতে ডিবি পরিচয়ে যুবককে অপহরণ, গ্রেফতার ৪ অন্যায় প্রতিহত করতে ছাত্র-জনতাকে সব সময় সোচ্চার থাকবে : সমন্বয়ক সারজিস আলম নতুন বাংলাদেশ গড়তে এ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার মানিকগঞ্জ কৃষকদলের নতুন কমিটি, সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক বাদল সাভারে টোল বন্ধের দাবিতে ভাঙচুর-অগ্নিসংযোগ বিদেশে চিকিৎসার জন্য খালেদার ফিটনেস পরীক্ষা করছে মেডিক্যাল বোর্ড চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন চকরিয়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সকল