৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

অস্ট্রেলিয়ায় বড় জয় ইমন-তামিমদের

অস্ট্রেলিয়ায় বড় জয় ইমন-তামিমদের - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশ এইচপির। বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ইমন-তামিমরা। নর্দার্ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার ডারউইনের মাররারা ওভালে টস হেরে আগে ব্যাট করে নর্দান টেরিটরি ক্রিকেট ক্লাবকে ২৫১ রানের লক্ষ্য দেয় বিসিবি এইচপি। জবাবে দিতে নেমে ৪২ ওভারে ১৩৮ রান তুলেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি।

পারভেজ হোসেন ইমনকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন তানজিদ তামিম।দুজনে মিলে গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি। ইনিংস শেষ হবার ২ বল আগে আউট হন তামিম। ফেরেন ৬৪ বলে ৫৩ রান করে।

দারুণ খেলেন ইমনও, সমান ৬৪ বলে ৪৭ রান করেন তিনি। এতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করে এইচপি। তবে ইমন আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। পরের ৬৪ রানের মাঝে ৫ উইকেট হারায় এইচপি। দেখা দেয় বিপদেরর শঙ্কা।

তবে আবু হায়দার রনির ৩৮ রানের সাথে আকবর আলীর ২৬ এবং শামীম পাটোয়ারির ২০ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৫০ রানের সংগ্রহ পায় এইচপি। নর্দার্ন টেরিটরির হয়ে হামিশ মার্টিন ৪৬ রানে ৪ উইকেট নেন।

চ্যালেঞ্জিং লক্ষ্য ব্যাট করতে নেমে ২৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। পাওয়ার প্লেতেই ৩৯ রান তুলতে ৩ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় দলটা।

যদিও জ্যাকব ডিকম্যানের ৮৭ বলে ৫১ রানের কল্যাণে সেঞ্চুরির কোটা পার করে দলটি। শেষ পর্যন্ত ৪২ ওভারে ১৩৮ রান তুলেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি।।

এইচপির হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার : অর্থ উপদেষ্টা পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

সকল