২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত থেকে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে পাকিস্তান

মহসিন নাকভি - ছবি - ইন্টারনেট

অনেকদিন ধরেই এশিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকের পথটা দখলে রেখেছেন জয় শাহ। মেয়াদ শেষ হলেও স্বপদে বহাল আছেন তিনি। তবে এবার অবসান হতে যাচ্ছে জয় শাহ অধ্যায়ের। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের মহসিন নাকভির কাছে ক্ষমতা হাতছাড়া করবেন তিনি।

জয় শাহর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব উঠতে যাচ্ছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাঁধে, বিশেষ সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

যদিও সেই জন্য তাকে অপেক্ষা করতে হবে। আগামী বছরের জানুয়ারিতে এই দায়িত্ব পেতে পারেন নাকভি। এর আগ পর্যন্ত মহাগুরুত্বপূর্ণ এই পদ সামলাবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

দীর্ঘদিন ধরেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলে রাজত্ব জয় শাহর। ২০২১ সাল থেকেই চেয়ারম্যান পদে আছেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে মেয়াদ শেষ হলেও পুনরায় এক বছরের জন্যে তাকে রেখে দেয়া হয় দায়িত্বে।

গত জানুয়ারি থেকেই ধারণা করা হচ্ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভিই পাবেন এশিয়ান ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব। তবে কোনো অজানা কারণে সেই দায়িত্ব দেয়া হয়নি নাকভিকে। এবার নতুন করে শোনা যাচ্ছে পুরনো কথা।

মূলত এবার আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়বেন জয় শাহ। এই গুঞ্জন ওঠার পর থেকেই আলোচনায় এসেছে এসিসি চেয়ারম্যানের পদটি। এরপর থেকেই খবর এবার এসিসির দায়িত্ব পেতে যাচ্ছেন মহসিন নাকভি।


আরো সংবাদ



premium cement