০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ক্রিকেটারদের প্রতি কড়া হুঁশিয়ারি পিসিবির

- ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের প্রতি কঠোর সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যর্থতার বৃত্ত থেকে দলকে বের করতে নতুন পরিকল্পনা সাজিয়েছে তারা। কমছে চুক্তির মেয়াদ, বাড়ছে ফিটনেস সচেতনতা, আছে বেতন কমার শঙ্কাও। সব মিলিয়ে কড়া অবস্থান নিচ্ছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে প্রথম পর্ব থেকেই বিদায়ের ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। তখন শোনা গিয়েছিল, বাবর আজমদের বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাবে পিসিবি। এবার সত্য হলো সেই সম্ভাবনা। ক্রিকেটারদের প্রতি কঠিন বার্তা দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

জানা যায়, আপাতত ক্রিকেটারদের বার্ষিক বেতন কমানোর বিপক্ষে অবস্থান করেছেন নির্বাচকেরা। তবে তাদের চাওয়াতে এখন আর তিন বছর নয়, মাত্র এক বছরের চুক্তি হবে ক্রিকেটারদের সাথে। প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স, ব্যবহার সব কিছু খতিয়ে দেখা হবে।

আরো জানা গেছে, কেন্দ্রীয় ও ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে তিন মাস অন্তর কোচ কার্স্টেন এবং গিলেসপির অধীনে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে। দলে নির্বাচনের সময় গুরুত্ব দিয়ে দেখা হবে কোচদের রিপোর্ট।

পিসিবি সূত্র জানায়, দল বা চুক্তির তালিকায় জায়গা পেতে হলে নিজেদের প্রমাণ করতে হবে ক্রিকেটারদের। অতীত পারফম্যান্সের দোহাই দিয়ে দলে টিকে থাকা যাবে না।

এর আগেও বেশ কয়েকবার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল বাবরদের। তাই এ ব্যাপারে আর ছাড় দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।


আরো সংবাদ



premium cement