১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাবর আর নয়, নতুন অধিনায়ক চান আফ্রিদি

-

পাকিস্তান ক্রিকেট যেন এক মিউজিক্যাল চেয়ার। মাঠের মতো মাঠের বাহিরেও যেন তারা ‘আনপ্রেডিক্টেবল।’ কখন কোন পদে কে আসে, কে যায়, সবই যেন রহস্যময়। যেকোনো সময় পরিবর্তন আসে, পালাবদল চলতেই থাকে। অধিনায়কত্বও-এর বাহিরে নয়।

অধিনায়ক হিসেবে বাবর আজম অনেকদিন আছেন পাকিস্তান ক্রিকেটে। মাঝে কিছুটা উলটপালট হলেও এখনো ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের দায়িত্বে তিনিই আছেন।

তবে গুঞ্জন অনুযায়ী, খুব বেশিদিন আর এই পদে থাকা হচ্ছে না তার। নতুন অধিনায়ক খুঁজছে পিসিবি। দলের ব্যর্থতার সাথে যোগ হয়েছে তার সামনে থেকে নেতৃত্ব না দিতে পারার ব্যর্থতাও। সব মিলিয়ে তাকে আর অধিনায়ক হিসেবে দেখত চান না বোর্ড কর্মকর্তাসহ অনেকেই। সেই তালিকায় এবার ‍যুক্ত হয়েছেন শহীদ আফ্রিদি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক চান বাবর যেন আর নেতৃত্বে না থাকে। দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেও নিজেকে প্রমাণ করতে না পারায় আর তাকে এই পদে দেখতে চাচ্ছেন তিনি।

এক আলোচনায় এই নিয়ে আফ্রিদি বলেন, ‘কোনো অধিনায়কই দীর্ঘদিন নেতৃত্ব দেয়ার সুযোগ পায়নি। আমি পাকিস্তানের অধিনায়ক ছিলাম, ইউনিস খান এবং মিসবাহ-উল-হকও ছিল। কেউই খুব বেশি দিন নেতৃত্ব দেয়ার সুযোগ পায়নি। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই আমাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়।’

নতুন কাউকে দায়িত্ব দিয়ে তাকে সমর্থন দেয়া উচিত বলেও মনে করেন আফ্রিদি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবর আজম অনেক সুযোগ পেয়েছে। দুই-তিনটি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। আমার মতে, যাকেই দায়িত্ব দেয়া হোক না কেন তাকে পুরোপুরিভাবে সমর্থন দিতে হবে।’


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল