১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, সমতা  জিম্বাবুয়ের

-

প্রথম তিন ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

শনিবার চতুর্থ লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী টিম ইন্ডিয়া। অন্যদিকে, জয় দিয়ে শুরুর পর পিছিয়ে পড়লেও, সিরিজে টিকে থাকতে মরিয়া স্বাগতিক জিম্বাবুয়ে।

কালকের ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় স্বাগতিকরা। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের এক সপ্তাহের ব্যবধানে দ্বিপাক্ষীক সিরিজ থাকার কারণে দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই হারের লজ্জায় পড়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে পরের দুই ম্যাচে নিজেদের সেরা রূপে ফিরে আসে ভারত। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে ও তৃতীয় ম্যাচে ২৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।প্রথম দুই ম্যাচে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হয়েছে ভারতকে। তৃতীয় ম্যাচের আগে দলের সাথে যুক্ত হয়ে একাদশে সুযোগ পান যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন। এদের মধ্যে বিশ্বকাপ দলে থাকলেও, কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি জয়সওয়াল ও স্যামসন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৪ রান করলেও, তৃতীয়টিতে অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৪ রান করে ভারত। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ হারে জিম্বাবুয়ে।

বোলিংয়ে ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও, ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশি গিল।

চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি, ‘আমরা সিরিজ জয় নিশ্চিত করার দ্বারপ্রান্তে। জয়ের ধারায় থেকে চতুর্থ ম্যাচে জিততে হবে আমাদের। এজন্য শেষ দুই ম্যাচের মতো ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ে ঘুড়ে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। চতুর্থ ম্যাচে বেশ লড়াই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

সিরিজের টিকে থাকতে, চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। কিন্তু জয়ের জন্য ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠার প্রত্যাশায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার, ‘আমাদের সামনে সিরিজ হারের শঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে, জয়ের বিকল্প নেই। এজন্য ব্যাটার-বোলারদের একত্রে সেরা ক্রিকেট খেলতে হবে। শেষ দুই ম্যাচে আমরা কোনো বিভাগেই ভালো খেলেনি। আশা করছি, সতীর্থরা নিজেদের সেরাটা উজার করে দিবে।’

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ উত্তরাঞ্চলজুড়ে তীব্র ঠান্ডা বিস্ফোরণে আফগান মন্ত্রী নিহত : আইএসের দায় স্বীকার

সকল