১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

শুভমান গিল - ছবি : সংগৃহীত

শুরুর ধাক্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। ব্যাট হাতে গিল-গায়কোড় জুটির পর বল হাতে ওয়াসিংটন সুন্দরের ঘূর্ণিতে আটকে দিয়েছে জিম্বাবুয়েকে।

বুধবার হারারেতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ২৩ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রান তুলে ভারর। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১৫৯ রানে থামে জিম্বাবুয়ে।

হারারেতে গত শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ১৩ রানে হারিয়ে চমকে দিয়েছিল সিকান্দার রাজার দল। পরদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও ঘটেনি কোনো দুর্ঘটনা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বিশ্বকাপজয়ী দলের কেউই ছিলেন না। আজ তৃতীয় ম্যাচের একাদশে ঢুকেছেন বিশ্বকাপের মূল দলে থাকা ওপেনার যশস্বী জয়সোয়াল, উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও মিডল অর্ডার ব্যাটসম্যান শিবম দুবে।

জয়সোয়াল ফেরায় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মাকে আজ ব্যাট করেন তিনে। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি, অধিনায়ক গিলের সাথে ভারতকে দারুণ শুরু এনে দেন জয়সোয়াল। পাওয়ার প্লেতে ভারত বিনা উইকেটে তুলে ফেলে ৫৫ রান।

নবম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জয়সোয়ালকে (৩৬) আউট করে উদ্বোধনী জুটি ভাঙলেও ততক্ষণে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। অভিষেক ১০ রানে ফিরলেও ৪৪ বলে ৭২ রানের জুটি গড়েন গিল ও গায়কোড়।

দলকে দেড় শ’ পার করিয়ে ৪৯ বলে ৬৬ করে ফেরেন গিল। ২৮ বলে ৪৯ রান করে শেষ ওভারে আউট হন গায়কোড়। দুটি করে উইকেট নেন মুজারাবানি ও সিকান্দার রাজা।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ৭ ওভারে ৩৯ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। যেখানে বলার মতো স্কোর কেবল সিকান্দার রাজার ১৫। শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে সম্মানজনক সংগ্রহ পর্যন্ত পৌঁছে দেন ডিলন মায়ার্স এবং ক্লাইভ মাদান্দে।

ডিলন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি করে শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত ছিলেন। মাদান্দে করেন ২৬ বলে ৩৭ রান। শেষ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৯৯ রান। তবে প্রথমদিকের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে।

১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর। আভেশ খান নিয়েছেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement