০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

নান্নুর চোখে সুপার এইট-ই বাংলাদেশের বড় অর্জন

মিনহাজুল আবেদিন নান্নু - ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্যে মন্দের ভালো। দ্বিতীয়বারের মতো সুপার এইটে উঠা, এক আসরের সর্বোচ্চ তিন জয়; বলার মতোই সাফল্য। তবে সুপার এইটে কোনো ম্যাচ জিততে না পারার হতাশাও আছে। তবে অর্জনগুলোকেই বড় করে দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু।

মাস তিনেক আগেও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ছিলেন নান্নু। দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। এখন সেই দায়িত্ব বদলালেও বিসিবি’তেই আছেন তিনি, কাজ করছেন পরিকল্পনা বিভাগে। সেখান থেকেই দেখেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বললেন, ‘সুপার এইট-ই বড় অর্জন।’

শনিবার (৬ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি বলেন, ‘সবমিলিয়ে আমাদের প্রত্যাশা যেটা ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়া, সেটা কিন্তু পূরণ হয়েছে। সুপার এইটে খেলা এটা কিন্তু একটা অর্জন। কারণ এই ফরম্যাটে আমরা কিন্তু মাঝখানে ছয় মাস খুব বেশি ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

অবশ্য এর আগের ভালো সময়ের কথাও ভুলেননি সাবেক এই প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘এর আগে এক-দেড় বছরে দ্বিপক্ষীয় সিরিজগুলো কিন্তু ভালো খেলেছি। বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।’

বিশ্বকাপে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস ও সৌম্য সরকারের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। অথচ একই অভিযোগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে ছাটাই করা হয় দু’জনকে। যদিও ২০২২ বিশ্বকাপে ফের দলে ফেরেন লিটন। তবে সৌম্য ফিরতে পারেননি।

ব্যর্থতার বৃত্তে আটকে থাকা এই দুই ক্রিকেটারের ফের বিশ্বকাপে অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন নান্নু। যা দলের ছন্দপতনের কারণ হতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর আমরা দুজন ক্রিকেটারকে পরিবর্তন করেছি। এবার ওদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। হয়তোবা তাতে দলের একটা ছন্দপতন হয়েছে।’


আরো সংবাদ



premium cement
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, শহরজুড়ে জলাবদ্ধতা দোয়ারাবাজারে ৩ আ’লীগ নেতা গ্রেফতার ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে : আইআরজিসি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান হাউসিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নৌ-বিমান হামলা বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত বকশীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সকল