০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মুস্তাফিজকে দশে সাত দিলেন ওয়াসিম আকরাম

- ছবি : বাসস

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স বিবেচনায় বাঁ-হাতি পেসারদের রেটিং করতে গিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দশে সাত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার কাছে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আহামরি কিছুই করতে পারেননি মুস্তাফিজ। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৬ ওভার বল করে ১ মেডেনে ১৪২ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন ফিজ। ইকোনমি রেট ৫ দশমিক ৪৬।

বিশ্বকাপে মুস্তাফিজের চেয়ে বাংলাদেশের হয়ে বেশি উইকেট নিয়েছেন আরো দু’জন বোলার। স্পিনার রিশাদ হোসেন ১৪টি ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব ১১ উইকেট নেন। তৃতীয় সর্বোচ্চ ৮ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজ।

বিশ্বকাপে মুস্তাফিজসহ আরো চার বাঁ-হাতি পেসার বোল্ট, ভারতের অর্শদীপ সিং ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পারফরমেন্স কেমন ছিলো, সেটি জানতে চাওয়া হয় আকরামের কাছে।

স্পোর্টসকিডার এক অনুষ্ঠানে মুস্তাফিজকে নিয়ে আকরাম বলেন, ‘তার অ্যাকশন পরিবর্তন হয় না। সে নিজের মতো বল ধরে ও ডেলিভারি করে। আঙুল ওপেন না করেও সে ধারাবাহিক। আবার তার ইনজুরি সমস্যাও আছে। টেস্টেও খুব বেশি পছন্দ করেন না। কিন্তু আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি। এখানে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটার। এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে। এখন সে কিছুটা ভালো করছে। আগে শুধু আড়াআড়ি বল করতো সে।’

বিশ্বকাপে আফগানিস্তানের ফজলহক ফারুকির সাথে যৌথভাবে ১৭ উইকেট নেওয়া অর্শদীপকে দশে আট রেটিং দিয়েছেন আকরাম। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল