০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫
`

জিম্বাবুয়ে ক্রিকেট দলে বেলজিয়ামে জন্মগ্রহণ করা নাকভি

জিম্বাবুয়ে ক্রিকেট দলে বেলজিয়ামে জন্মগ্রহণ করা নাকভি - ছবি : সংগৃহীত

নতুন মুখ হিসেবে বেলজিয়ামে জন্ম নেয়া আন্তুম নাকভিকে অন্তর্ভুক্ত করে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

মা-বাবা পাকিস্তানি হলেও ১৯৯৯ সালের ৫ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন নাকভি। এরপর চার বছর বয়সে অস্ট্রেলিয়াতে পাড়ি জমায় নাকভির পরিবার। সেখানে বেড়ে উঠে ক্রিকেটের প্রতি আগ্রহী হন তিনি। পরবর্তীতে কোয়ালিফাইড বাণিজ্যিক এয়ারলাইন্সের পাইলট লাইসেন্স প্রাপ্ত হন নাকভি।

বিবিসির মতে, ক্রিকেটের জন্য পাইলট ক্যারিয়ার থেকে সরে এসেছেন ২৫ বছর বয়সী নাকভি।

গত জানুয়ারিতে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন ব্যাটিং অলরাউন্ডার নাকভি। ঘরোয়া টুর্নামেন্ট লগান কাপে মিড ওয়েস্ট রাইনসের হয়ে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলে সাড়া ফেলেন তিনি। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে দ্বিতীয় বছরই দলটির অধিনায়কত্ব পান নাকভি।

ঘরোয়া টি-টোয়েন্টিতে সাত ম্যাচে ১৪৬ দশমিক ৮০ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছেন নাকভি। বল হাতে অফ-স্পিনে ৭ উইকেটও শিকার করেছেন তিনি। প্রথম শ্রেনীর সাথে টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফরমেন্সের কারণেই জিম্বাবুয়ে দলে ডাক পান নাকভি।

বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের জিম্বাবুয়ে দল থেকে বাদ পড়েছেন সিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি ও আইন্সলে এনডলোভু। সিরিজটি ৪-১ ব্যবধানে হারে জিম্বাবুয়ে।

দলে ফিরেছেন ওসেলি মাধেভেরে, ব্রান্ডন মাভুতা ও তেন্ডাই চাতারা। ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মাধেভেরে ও মাভুতা। আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না চাতারা।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। এ জন্য দলকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকা জাস্টিন সিমন্সকে কোচ হিসেবে গত মাসে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক সিকান্দার রাজা। ৩৮ বছর বয়সী রাজা দেশের হয়ে ৮৬টি টি-টোয়েন্টি খেলেছেন। দ্বিতীয় অভিজ্ঞ ক্রিকেটার ৬৩টি টি-টোয়েন্টি খেলা লুক জঙ্গি।

আগামী ৬ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও জিম্বাবুয়ে। পরের চার ম্যাচ হবে যথাক্রমে- ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত ‍: ইসরাইলে হিজবুল্লাহর ২ শতাধিক রকেট হামলা লড়াইটা রোনালদো-এমবাপ্পেরও সরকারি কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব কুমারখালীতে ২ ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধ প্রাইভেট কার নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৪ এডিস মশার লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯ স্থাপনাকে জরিমানা গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল প্রত্যয় স্কিম : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এটি বাস্তবায়নের বিরোধিতা করছেন ‘২০২৩-২৪ অর্থবছরে রাকাব ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে’ এলডিসি-পরবর্তী যুগের জন্য বাংলাদেশের প্রস্তুতি দেখে উৎসাহিত : এডিবি ভাইস প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন স্তরে উন্নীত হবে : চীন

সকল