১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিপিএল প্লেয়ার্স ড্রাফট আগামী সেপ্টেম্বরে

বিপিএল প্লেয়ার্স ড্রাফট আগামী সেপ্টেম্বরে - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পরিচালক পর্ষদের’ সভায় বিপিএলের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘যে দলগুলো বিপিএলের শেষ আসরে খেলেছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। বেশিভাগ দলই পরের আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে এখনো দুই দলের মধ্যে একটি অনিশ্চিত।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের জন্য অপেক্ষা করছি। একবার তাদের সিদ্ধান্ত আমাদের জানালে, আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আমরা ইতোমধ্যেই প্লেয়ার্স ড্রাফটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে।’

বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এবার বিপিএল খেলতে কোনো দল অনীহা দেখিয়েছে তা জানাননি প্রধান নির্বাহী।

গত আসরে কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল।

জাতীয় নির্বাচনের কারণে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল। এবার আরো আগে অনুষ্ঠিত হতে পারে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement