০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
`

অনেক কষ্ট লাগলেও দল নিয়ে গর্বিত মার্করাম

অনেক কষ্ট লাগলেও দল নিয়ে গর্বিত মার্করাম - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের কোনো বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ হাতছাড়া করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ হাতছাড়া হওয়ায় কষ্ট লাগছে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামের। তবে প্রথমবারের মতো ফাইনালে উঠতে পারায় দল নিয়ে গর্বিত মার্করাম।

ফাইনাল ম্যাচ হারের পর মার্করাম বলেন, ‘এমন হার খুবই হতাশাজনক। তাই কষ্টও বেশি। তবে এই দল নিয়ে আমি অবিশ্বাস্যরকম গর্বিত।’

আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব^কাপ মিলিয়ে মোট সাতবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয় প্রোটিয়াদের। কিন্তু ফাইনালের মঞ্চে তীরে এসে তরি ডুবে দক্ষিণ আফ্রিকার।

ফাইনালে ভারতের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ ওভার শেষে জয়ের সমীকরণ ৩০ বলে ৩০ রানে নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো ফাইনাল জয়ের সেরা সুযোগ হাতে মুঠোয় চলে আসে। কিন্তু শেষ ৫ ওভারে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে প্রোটিয়ারা। ফলে শেষ ৩০ বল থেকে ২২ রানের বেশি করতে পারেনি তারা। ফলে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এমন ম্যাচ হেরে হতাশা ঘিরে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। তাই তো ফাইনাল হারার কষ্ট অকপটে স্বীকার করেন মার্করাম। তিনি বলেন, ‘আপাতত হতাশ। ভালোভাবে কাটানো আসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে। খুব কষ্ট লাগছে। তবে একই সাথে অবিশ্বাস্যরকমের গর্বিত। আমরা ভালো বোলিং করেছি, খুব বেশি কিছু করার ছিল না। এটি তাড়া করার মতো লক্ষ্য ছিল। ভালো ব্যাটিং করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, জিততে না পেরে হতাশ লাগছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, স্কোর বোর্ডে চাপ সবসময়ই ছিল। তবে শেষ দিকে সব কিছু দ্রুত ঘটে গেছে। আমরা যে যোগ্য ফাইনালিস্ট, সেটা প্রমাণ করার দারুণ সুযোগ ছিল। দক্ষিণ আফ্রিকানরা প্রতিদ্বন্দিতাপূর্ণ, শ্রদ্ধাশীল এবং হারার আগে হার মানে না। এটা এখনো আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হাতিকে চাঁদা না দেয়ায় শুঁড়ে তুলে আছাড়, ফার্মেসি মালিকের মৃত্যু চুয়াডাঙ্গায় ইটভাটার শ্রমিকের লাশ নিয়ে বিক্ষোভ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি আগস্টে বন্যার আশঙ্কা : মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর গিনেস রেকর্ড গড়লেন নলছিটির অঙ্কন জামালপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেফতার পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক : অর্থমন্ত্রী জিম্বাবুয়ে ক্রিকেট দলে বেলজিয়ামে জন্মগ্রহণ করা নাকভি বাউয়েট ক্যাম্পাসে ১৬তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত এলপিএলের প্রথম দিনই ব্যর্থ হৃদয়-মুস্তাফিজ কিশোর ইফাত শ্রীপুর থেকে হারিয়ে গেছে

সকল