১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোহিত-কোহলির পর এবার টি-টোয়েন্টি থেকে বিদায় জাদেযার

রাবিন্দ্র জাদেযা। - ফাইল ছবি

ম্যাচ শেষেই টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছিলেন বিরাট কোহলি। ঘণ্টা দুয়েক পর একই সুরে কথা বলেন রোহিত শর্মা। ২৪ ঘণ্টা না পেরোতেই দল ভারী করলেন রাবিন্দ্র জাদেযা। ভারতীয় ক্রিকেটে যেন বয়ে গেল যুগ পরিবর্তনের হাওয়া।

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্য দিয়ে মাসব্যাপী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে গত (শনিবার) রাতে। প্রোটিয়াদের আক্ষেপে পুড়িয়ে ১৭ বছর পর সংক্ষিত এই ফরম্যাটে শিরোপা জিতে নিয়েছে ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ৭ রানে।

শিরোপা জয়ের পর যেন টি-টোয়েন্টি থেকে অবসরের হিড়িক পড়ে গেছে ভারতীয় ক্রিকেটে। ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার হাতে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। এবার টি-টোয়েন্টি ছাড়লেন রবীন্দ্র জাদেজাও।

রোববার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি লিখেন, ‘কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় নিয়ে আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অবিচল ঘোড়ার মতো সবসময় গর্বের সাথে দেশকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এবং অন্যান্য ফরম্যাটে ভবিষ্যতেও সেটা করে যাব।'

টি-টোয়েন্টিতে না খেললেও ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে খেলে যাবেন জাদেজা, অবসর ঘোষণার পোস্টে সেটাও স্পষ্ট করেন এই অলরাউন্ডার। বলেন,‘বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্ন সমান হওয়ার মতো। যা আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ার মতো। অনেক অনেক স্মৃতি এবং নিস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ।'

২০০৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিত অভিষেক হয় রবীন্দ্র জাদেজার। এরপর থেকে এই ফরম্যাটে ৭৪ ম্যাচ খেলে ৫১৫ রান এবং ৫৪ উইকেট নিয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল