শীর্ষ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে বাংলাদেশের রিশাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০২৪, ১৬:২৩
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন দুই পেসার আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং।
ফারুকি ও আর্শদীপ ৮ ম্যাচ করে খেলে সমান ১৭টি করে উইকেট শিকার করেন। তবে ফারুকি ১৬০ ও আর্শদীপ ২১৫ রান খরচ করেছেন। ফারুকির ইকোনমি ৬ দশমিক ৩১ এবং আর্শদীপের ৭ দশমিক ১৬।
উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ৮ ম্যাচে ৪ দশমিক ১৭ ইকোনমি রেটে ১২৪ রান খরচ করে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বুমরাহ।
বুমরাহর মত ১৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। ৯ ম্যাচে ৫ দশমিক ৭৪ ইকোনমি রেটে ২০১ রান খরচ করেন তিনি।
সমান ১৪টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও বাংলাদেশের রিশাদ হোসেন। রশিদ ৮ ম্যাচে ও রিশাদ ৭ ম্যাচ খেলেন।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং ইনিংস ইকোনমি রেট
ফজলহক ফারুকি (আফগানিস্তান) ৮ ৮ ২৫.২ ১৬০ ১৭ ৫/৯ ৬.৩১
আর্শদীপ সিং (ভারত) ৮ ৮ ৩০.০ ২১৫ ১৭ ৪/৯ ৭.১৬
জসপ্রিত বুমরাহ (ভারত) ৮ ৮ ২৯.৪ ১২৪ ১৫ ৩/৭ ৪.১৭
এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা) ৯ ৯ ৩৫.০ ২০১ ১৫ ৪/৭ ৫.৭৪
রশিদ খান (আফগানিস্তান) ৮ ৮ ২৯.০ ১৭৯ ১৪ ৪/১৭ ৬.১৭
রিশাদ হোসেন (বাংলাদেশ) ৭ ৭ ২৫.০ ১৯৪ ১৪ ৩/২২ ৭.৭৬
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা