০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
`

ম্যাচ সেরা কোহলি, টুর্নামেন্ট সেরা বুমরাহ

বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ - ছবি : আইসিসি

সতের বছরের অপেক্ষা ঘোচাল ভারতের, ২০০৭ সালের পর আবারো দখলে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। সব ধরনের ফরম্যাট মিলিয়ে অপেক্ষাটা ১৩ বছরের। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পুনরুদ্ধার করেছে চ্যাম্পিয়ন তকমা।

ভারতকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন জসপ্রিত বুমরাহ। আসর জুড়ে দুর্দান্ত বোলিং উপহার দেয়া এই পেসার ফাইনালেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র ১৮ রানে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। ফেরান রেজা হেনড্রিকস ও মার্কো জানসেনকে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তাতে আসরের সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন তিনি। যেখানে তার গড় মাত্র ১১, ইকোনমিও অবিশ্বাস্য; ৪.১৮।

দুর্দান্ত এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট' হয়েছেন তিনি। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

তবে শনিবার ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ফাইনালের আগে রানের খুঁজে হন্যে হয়ে বেড়ানো এই ব্যাটার জ্বলে উঠেন আসল সময়ে। আগের ৭ ইনিংসে ৭৫ রান করা কোহলি এদিন খেলেন ৫৯ রানে ৭৬ রানের ইনিংস।


আরো সংবাদ



premium cement