ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা বিশ্বকাপ দলে রিশাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুন ২০২৪, ১৬:২০
এবারের বিশ্বকাপে বিশ্বকে যেন তাক লাগিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। অনবদ্য পারফরম্যান্সে কেড়েছেন আলো, ছড়িয়েছেন মুগ্ধতা। আছেন আসরে সর্বোচ্চ উইকেটে শিকারি তালিকায়। এবার স্বীকৃতি মিললো সেই পারফরম্যান্সের, ঠাঁই নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল দিয়ে ঘণ্টা কয়েক পরেই পর্দা নামবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। রাত সাড়ে ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল মঞ্চস্থ হওয়ার আগেই আসরের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়া থেকে মাত্র দুইজন সুযোগ পেয়েছেন। বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। একাদশের নেতৃত্ব দেয়া হয়েছে রশিদ খানকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা এই একাদশে দুই ওপেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের রোহিত শর্মা। তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এরপর অনেকটা চমকে দিয়ে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনসকে।
অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস ও ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও আছেন এরপরে। তারপরই আছেন অধিনায়ক রশিদ খান। প্রথমবারের মতো দলকে কোনো আসরের সেমিফাইনালে তুলার পুরস্কার পেয়েছেন তিনি।
স্পিন আক্রমণে রশিদের সাথে আছেন বাংলাদেশের রিশাদ হোসেন। আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট নেন এই লেগ স্পিনার। যা কোনো বাংলাদেশী বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।
পেস আক্রমণে ক্রিকেট অস্ট্রেলিয়া ভরসা রেখেছে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি আফগানদের ফজল হক ফারুকির ওপর। দ্বিতীয় পেসার হিসেবে অবধারিতভাবেই আছেন জসপ্রীত বুমরাহ। দলে তৃতীয় পেসার সাউথ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ : রশিদ খান (অধিনায়ক) ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান, অ্যারন জোনস, মার্কাস স্টইনিস, হার্দিক পান্ডিয়া, রিশাদ হোসেন, অ্যানরিখ নরকিয়া, জসপ্রীত বুমরাহ ও ফজল হক ফারুকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা