১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে নেই রিজার্ভ ডে, বৃষ্টি হলে ফাইনালে কোন দল!

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে নেই রিজার্ভ ডে, বৃষ্টি হলে ফাইনালে কোন দল! - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত খেলবে এই দ্বিতীয় সেমিফাইনালেই। ওই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যায় তা হলে কী হবে?

প্রথম সেমিফাইনাল গড়াবে ২৭ জুন বৃহস্পতিবার। ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের খেলা শুরু ভোর সাড়ে ৬টায়। একই দিনে রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

ভারত-ইংল্যান্ড ম্যাচ হবে গায়ানায়। বৃহস্পতিবার যদি বৃষ্টির কারণে সেখানে ম্যাচ ভণ্ডুল যায় তা হলে সুবিধা ভারতের। কারণ সুপার ৮-এ গ্রুপ শীর্ষে থেকে তারা সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড তাদের গ্রুপে দ্বিতীয় ছিল। সেই কারণে বাড়তি সুবিধা পাবে ভারত। খেলা ভণ্ডুল হয়ে গেলে ফাইনালে চলে যাবেন রোহিতেরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার গায়ানায় ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মাঠে খেলা, সেখানকার পানি নিষ্কাষণ ব্যবস্থাও খুব ভালো নয়। ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয়, তা হলে আউটফিল্ড ভিজে থাকতে পারে। সে ক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে। ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয়। ম্যাচ ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অতিরিক্ত দিন না থাকলেও বেশি সময় দেয়া হবে এই ম্যাচ করানোর জন্য। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট বরাদ্দ রেখেছে। বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে। কিন্তু পরের দিন ম্যাচ আয়োজনের কোনো ব্যবস্থা নেই।

কেন এমন ব্যবস্থা? আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন। ফাইনালে ওঠা দু’টি দলকেই ২৮ জুন নিয়ে যাওয়া হবে ব্রিজটাউনে। অর্থাৎ ফাইনালে ওঠা দু’টি দলকে ওয়েস্ট ইন্ডিজের অন্য দেশে গিয়ে ফাইনাল খেলতে হবে। তাই ২৮ জুন কোনো ম্যাচ রাখা যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement
গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

সকল