বাংলাদেশের বিরুদ্ধে নানা সমীকরণের ম্যাচে ব্যাট নিলো আফগানিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২৪, ০৬:০৯, আপডেট: ২৫ জুন ২০২৪, ০৭:০৩
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। সেন্ট ভিনসেণ্টের কিংসটাউনে খেলা শুরু ভোর সাড়ে ৬টায়। যেখানে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাস্তবতা ভিন্ন কথা বললেও কাগজে-কলমে এখনো বেঁচে আছে বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনা। শেষ চারে উঠার লড়াইয়ে কঠিন এক সমীকরণে আটকে টাইগাররা। সেক্ষেত্রে আফগানিস্তানকে বেশ বড় ব্যাবধানে হারাতে হবে সাকিব-শান্তদের।
তবে এখানে শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচে। আফগানরা জয় পেলে সব সমীকরণ শেষ, সরাসরি তারা নিশ্চিত করবে শেষ চার। আর বাংলাদেশ ‘কম’ ব্যাবধানে জিতলে জিতে যাবে অস্ট্রেলিয়া।
অর্থাৎ টাইগারদের জয়ে উপরেই নির্ভর করছে প্যাট কামিন্সদের সেমিফাইনাল স্বপ্ন। ফলে বাংলাদেশের সমর্থকরা তো বটেই, এই ম্যাচে সাকিব-শান্তদের খুব করে জয় চায় অস্ট্রেলিয়াও। তবে সেই জয়ের ব্যবধান যেন বড় না হয়, সেটাই তাদের চাওয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও সৌম্য সরকার ফিরেছেন দলে। আফগানদের একাদশে নেই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা