১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়াকে কঠিন সমীকরণে ফেলে শেষ চারে ভারত

অস্ট্রেলিয়াকে কঠিন সমীকরণে ফেলে শেষ চারে ভারত - ছবি : সংগৃহীত

সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। অপরাজিত থেকেই শেষ চারে তারা। তবে বিদায়ের শঙ্কা চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে। শেষ চারে যেতে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। আগামীকাল বাংলাদেশ আফগানিস্তান ম্যাচেই নির্ধারণ হবে তাদের ভাগ্য।

হাইভোল্টেজ এই ম্যাচে মঙ্গলবার রাতে সেন্ট লুসিয়ায় মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান তুলে ভারত। জবাবে ৭ উইকেটে ১৮১ রান তুলতে পারে অজিরা। ২৪ রানের জয় নিয়ে সেমিতে পা রাখে ভারত।

আফগানিস্তানের পর ভারতের কাছেও হার, এমতাবস্থায় কঠিন হয়ে গেছে অস্ট্রেলিয়ার শেষ চার। মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলেই কেবল সুযোগ থাকবে তাদের। অন্যথায় এখানেই শেষ তাদের বিশ্বকাপ।

এতো বড় লক্ষ্য তাড়ায় যার দিকে চেয়েছিল অজিরা, সেই ডেভিড ওয়ার্নার ফেরেন সবার আগে, প্রথম ওভারেই। ৬ রানেই শেষ হয় তার ইনিংস। তবে তা খুব একটা পাত্তা দেননি মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দু’জনে মিলে নাচাতে থাকেন অজি বোলারদের।

মিচেল মার্শ অবশ্য ইনিংসটা বড় কর‍তে পারেননি, ৪৮ বলে ৮১ রানের জুটি ভেঙে অজি অধিনায়ক। অক্ষর প্যাটেলের দারুণ ক্যাচ হয়েছে ফেরেন ২৮ বলে ৩৭ করে। তবে মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেন হেড। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে অস্ট্রেলিয়া।

এরপর ম্যাক্সওয়েল চেষ্টা করছিলেন, তবে ১২ বলে ২০ রানের বেশি তুলতে পারেননি। দ্রুত ফেরেন স্টয়নিসও (২)। তবে হেড ধর রেখেছিলেন দলের হাল। তবে সেটাও বেশিক্ষণ সম্ভব হয়নি, ১৬.৩ ওভারে বুমরাহর শিকার হয়ে ফেরেন ৪৩ বলে ৭৬ রানে।

এরপর কেউ আর তেমন কিছু করতে পারেননি। টিম ডেভিড ১৫ ও প্যাট কামিন্স করেন ১১* রান। তিনটা উইকেট নেন আর্শদ্বীপ সিং। জোড়া উইকেট যায় কুলদীপ যাদবের ঝুলিতে।

এর আগে আসর জুড়ে ছন্দহীন বিরাট কোহলিকে এদিনও ছন্দে ফেরার সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। ৫ বল খেলেও কোহলি খুলতে পারেননি রানের খাতা। ফেরেন হ্যাজলউডের শিকার হয়ে। তবে এই আনন্দ পরের ওভারেই ভুলিয়ে দেন রোহিত।

সতীর্থকে হারালেও জ্বলে উঠেন রোহিত শর্মা। তুলোধুনো করতে শুরু করেন অজি বোলারদের। মিচেল স্টার্কের করা তৃতীয় ওভারেই আনেন চার ছক্কায় ২৯ রান! মাত্র ১৯ বলে তুলে নেন ফিফটি। যা এবারের আসরে সবচেয়ে দ্রুততম অর্ধশতক।

চার-ছক্কার ফুলঝুরিতে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির পথেই ছুটছিলেন তিনি। তবে সেই স্বাদ পূরণ হয়নি, বাধা হয়ে দাঁড়ান সেই স্টার্ক। ৮ ছক্কা ও ৭ চারের ইনিংস শেষ হয় ৪১ বলে ৯২ রানে। তবে ততক্ষণে ছুঁয়ে ফেলেন টি-টোয়েন্টিতে ২০০ ছক্কার মাইলফলক।

১১.২ ওভারে ১২৭ রানে দলকে রেখে ফেরে রোহিত। সেখান থেকে দলকে দেড় শ' পাড় করিয়ে দিয়ে ফেরেন সূর্য কুমার যাদব। ১৬ বলে ৩১ রান আসে তার ব্যাটে। তিনি ফেরার পর রানের প্রত্যাশিত গতি ধরে রাখতে পারেনি ভারত।

হাতে ৬ উইকেট রেখেও শেষ ৩৩ বলে মাত্র ৪৬ রান তুলেন শিভাম দুবে ও হার্দিক পান্ডিয়া। দুবে ২২ বলে ২৮ ও ১৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হার্দিক। স্টার্ক ও স্টয়নিস নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement