ভারতের ম্যাচে বৃষ্টি হলে সেমিতে আফগানিস্তান!
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ০৮:৩৪
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার-৮-এর ৫১তম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি আজ সোমবার ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মনে করা হচ্ছে এই ম্যাচটি ভণ্ডুল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, যদি এমনটা হয় তাহলে কী হবে? যদি ম্যাচটি বৃষ্টি বা অন্য কোনো কারণে না হয়ে থাকে তাহলে ভারত সহজেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। কিন্তু এমনটা হলে সমস্যা বাড়বে দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এমন পরিস্থিতিতে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার দারুণ সুযোগ থাকবে আফগানিস্তানের। একনজরে দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়াশআউট হলে কী হতে পারে-
সেমিফাইনালের টিকিট পাবে ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সহজেই সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে। প্রকৃতপক্ষে, এই ম্যাচ বাতিল হওয়ার কারণে টিম ইন্ডিয়ার অ্যাকাউন্টে পাঁচ পয়েন্ট থাকবে এবং গ্রুপ-১-এ অন্তর্ভুক্ত অন্য তিনটি দলের কেউই এত পয়েন্টে পৌঁছতে পারবে না। এই ম্যাচ বাতিলের কারণে অস্ট্রেলিয়ার সমস্যা বাড়বে এবং সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তান দলের সম্ভাবনাও বাড়বে।
অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ক্যাঙ্গারুরা। হ্যাঁ, এই ম্যাচ বাতিলের কারণে দল সর্বোচ্চ মাত্র ৩ পয়েন্টে পৌঁছতে পারবে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার পথ সম্পূর্ণ খোলা থাকবে। কারণ তাদের চার পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে হারে সবচেয়ে বেশি দুঃখ পাবে অস্ট্রেলিয়া।
ইতিহাস গড়ার সুযোগ আছে আফগানিস্তানের
ভারতের পর, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বাতিলের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে আফগানিস্তান। যদি এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়, তাহলে অস্ট্রেলিয়ার ট্রেন ৩ পয়েন্টে থামবে এবং আফগানিস্তানের কাছে চার পয়েন্ট করে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়ার সুযোগ থাকবে। আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদি দলটি ওই ম্যাচটি জিততে পারে এবং দুই পয়েন্ট পেতে পারে, তেমনটা হলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা