০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

এশিয়া কাপের জন্যে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এশিয়া কাপের জন্যে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের - ছবি : সংগৃহীত

শিরোপা পুনরুদ্ধারে মরিয়া বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই যাচ্ছে এশিয়া কাপে। বড় চমক রেখেই নারী এশিয়া কাপের জন্যে দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় এক বছর পর দলে ফিরলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ।

সময়টা তেমন ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটেই ধবলধোলাই হবার পর ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি টাইগ্রেসরা। ফলে অভিজ্ঞদের প্রাধান্য দিয়েই রোববার এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে জায়গা হয়নি জাহানারা আলমের। রুমানাও দলের বাইরে প্রায় এক বছর ধরে। দু’জনেই ফিরেছেন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।

এবারে এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। আগামী ১৯ জুলাই নেপাল-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসরের। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। খেলছে আটটি দল।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।


আরো সংবাদ



premium cement
‘দাবি আদায়ে হজ অ্যাজেন্সি মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে’ মোরেলগঞ্জ ১১টি হারভেস্টার মেশিন লাপাত্তায় দুদকের অভিযান রমজান শেষ হওয়ার আগে আমদানি শুল্কে পরিবর্তন আনবে না সরকার ফেলানী হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের বিচারের দাবি খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল ফেনীতে মোমবাতির আগুনে পুড়ল ১৮ ঘর কেন কিছু মানুষ ভূমিকম্প টের পায় না সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’

সকল