১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টি-টোয়েন্টিতে কামিন্সের বিরল কীর্তি

টি-টোয়েন্টিতে কামিন্সের বিরল কীর্তি - ছবি : ইউএনবি

২০১১ সালের অক্টোবরে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর থেকেই অসংখ্য সম্মান কুড়িয়েছেন প্যাট কামিন্স। তবে এক যুগের বেশি সময় ধরে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাট্রিকের দেখা পাননি তিনি। অথচ সেই কামিন্সই পরপর দুই ম্যাচে দুটি হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে বিরল কীর্তির কথা লিখে ফেললেন!

বিশ্বকাপেট তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এমন কীর্তি এর আগে কেউ করে দেখাতে পারেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স। এরপর রোববার আফগানিস্তানের বিপক্ষেও তিনি পেলেন একই রকম হ্যাট্রিকের দেখা। এবার ১৮তম ওভারের শেষ বল এবং ১৯তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলার কামিন্স। প্রথম ঘটনাটি ঘটে টেস্ট ক্রিকেট ১৯৯৯ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই টেস্টে হ্যাটট্রিক করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এছাড়া ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই টেস্ট ম্যাচের দুই ইনিংসে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন অস্ট্রেলিয়া জিমি ম্যাথিউস।

পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স। তার আগে লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ ও ওয়াসিম আব্বাসেরও দুটি করে হ্যাটট্রিক রয়েছে। তবে তাদের কেউই টানা দুই ম্যাচে এই কীর্তি গড়তে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম হ্যাটট্রিক এটি। এই ৮ হ্যাটট্রিকের ৪টিই অস্ট্রেলিয়ার বোলারদের।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement