আগে ব্যাট করার পক্ষে ছিলেন না সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ০৫:৫৬
এন্টিগাতে টসে জিতে ব্যাটিং নিতে হবে, তা হয়তো শান্ত বাদে আর সবাই জানতেন। এমনকি প্রতিপক্ষ অধিনায়ক এই নিয়ে কটুক্তি করতেও ছাড়লেন না। রোহিত শর্মা সরাসরিই বললেন, ‘টসে জিতলে তিনি ব্যাটিংটাই নিতেন।’ ম্যাচ শেষে যেখানে গলা মেলালেন সাকিব আল হাসানও।
ম্যাচ শুরুর আগে দুই ধারাভাষ্যকার, হার্শা ভোগলে আর সুনীল গাভাস্কারও পিচ রিপোর্টে জানালেন, ব্যাটারদের জন্য খুব ভালো একটা উইকেট। আগে ব্যাট করাই হবে বুদ্ধিমানের কাজ। এরপরও বাংলাদেশ অধিনায়কের আগে ব্যাট করার সিদ্ধান্ত অবাক করেছিল সবাইকে।
ম্যাচে যার প্রভাব ছিল স্পষ্ট। শনিবার টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান তুলে ভারত। এবারের বিশ্বকাপে এত রান তাড়া করে জেতেনি কোনো দল। পারেনি বাংলাদেশও, ৮ উইকেট হারিয়ে ১৪৬ পর্যন্ত পৌঁছায় টাইগাররা। ভারতের জয় ৫০ রানে।
হয়তো ভারতকে হারাতে পারলে এই আলোচনা অনর্থক হতো। কিন্তু ভারতের কাছে এত বড় হারের পর তা হয়েছে আরো জোরালো। সবার একটাই প্রশ্ন, এমন উইকেটে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত?
ম্যাচ শেষে সাকিব আল হাসানও প্রশ্ন তুললেন অধিনায়কের সিদ্ধান্তের। স্বীকার করলেন, আগে ব্যাটিং করার জন্য বেশ ভালো একটি উইকেট ছিল। সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হলো, প্রথমে ব্যাটিং করলে ভালো হতো কিনা? তার জবাবে সাকিব বলেন-
‘আমাকে যদি জিজ্ঞেস করেন, এখানে একটা বা দুটি ম্যাচ পরে ব্যাট করে দলগুলো জিতেছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো।’
যদিও বরাবরের মতো অধিনায়কের ওপর ছাতা ধরলেন তিনি। বলেন, ‘তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’
এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তারা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা। এটাই নিয়ম।' প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। আবার প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো,’ যোগ করেন সাকিব।
ভারতের মতো দলের বিপক্ষে নতুন বলে দুই প্রান্তেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। এক প্রান্তে ছিলেন সাকিবই। অধিনায়ক শান্তের এমন পরিকল্পনা হিতে যে বিপরীত হয়েছে, তা খালি চোখেই স্পষ্ট। এই নিয়েও অবশ্য মতবিরোধ আছে সাকিবের। বলেন-
‘আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন। তবে আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রুত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা