০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

তানজিম সাকিবের হাত ধরে ম্যাচে ফিরল বাংলাদেশ

তানজিম সাকিবের হাত ধরে ম্যাচে ফিরল বাংলাদেশ - ছবি : সংগৃহীত

বিরাট কোহলিকে সাজঘর দেখালেন তানজিম সাকিব। ভয়ঙ্কর হয়ে উঠা ভারতীয় পোস্টার বয়ের স্ট্যাম্প ভেঙে দিয়েছেন এই পেসার। তাতে থিতু হয়েও ইনিংস বড় করা হলো না কোহলির।

সাকিবের পর তানজিম সাকিবের আঘাত। ৮.১ ওভারে দ্বিতীয়বার উদযাপনের উপলক্ষ পায় টাইগাররা। ২৮ বলে ৩৭ রানে ফেরেন কোহলি। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

তবে তৃতীয় উইকেটের দেখা পেতে দেরি হয়নি বাংলাদেশের। এক বল পরই সেই উপলক্ষ এনে দেন তানজিম। এবার তার শিকার দারুণ ছন্দে থাকা সূর্য কুমার যাদব। ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেও পরের বলেই বোকা হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এই উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেললেন তানজিম সাকিব। ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন বড় সাকিব। এই মুহূর্তে তানজিমের উইকেট সংখ্যাও ১১।

এই সংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগও আছেন তানজিম সাকিবের সামনে।

এই মুহূর্তে ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৩। রিশাভ পান্ত ১১ ও শিভাম দুবে ব্যাট করছেন ২ রানে।


আরো সংবাদ



premium cement