১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোহিতকে ফেরাতে দারুণ মাইলফলকে সাকিব

রোহিতকে ফেরাতে দারুণ মাইলফলকে সাকিব - ছবি : সংগৃহীত

ভয়ঙ্কর হয়ে উঠা রোহিত শর্মাকে থামালেন সাকিব আল হাসান। ভারতীয় অধিনায়ককে ইনিংস বড় করতে দিলেন না তিনি। ১১ বলে ২৩ রান তুলে ফেলা রোহিত ফিরলেন উদ্বোধনী জুটি ভেঙে। তাতে সাকিবও পৌঁছে গেলেন দারুণ এক মাইলফলকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে বল হাতে দেখা যায়নি সাকিবকে। তবে এদিন দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে প্রত্যাশা মেতাতে পারেননি সাকিব, নিজের প্রথম ওভারে দেন ১৫ রান।

চতুর্থ ওভারে আবারো তাকে বোলিংয়ে আনেন সাকিব। এবারো প্রথম তিন বলে দেন ১০ রান। তবে এরপরই ফাঁদে ফেলেন হাত খুলে খেলতে থাকা রোহিতকে। আরো একবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জাকের আলির হাতে।

৩.৪ ওভারে ৩৯ রানে ভারতের উদ্বোধনী ভেঙে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন সাকিব। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশত উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।

রোহিতকে হারালেও দারুণ অবস্থানে আছে ভারত। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৫৩ রান তুলেছে তারা। কোহলি ১৮ বলে ২৭ ও রিশাভ পান্ত ব্যাট করছেন ৩ রানে।


আরো সংবাদ



premium cement