১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা - ছবি : সংগৃহীত

সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে মাঠে নেমেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে উভয় দল। দুই দলই জয় পেয়েছিল নিজেদের প্রথম ম্যাচে। ফলে জয়ী দল এক পা দিবে সেমিফাইনালে।

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে খেলছে দুই দল। যেখানে টসে হেরে আগে ফিল্ডিং করবে ইংল্যান্ড।

দুই দলই শক্তিমত্তার দিক থেকে সমানে সমান। এর আগে ২৪ বারের দেখায় সমান ১২ বার করে জিতেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আজকের জয়ী দল এগিয়ে যাবে পরিসংখ্যানের পাল্লায়।

ইংল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার আছে এক বদল। ওটনিল বার্টম্যানের পরিবর্তে একাদশে এসেছেন তারবিজ শামসি।

ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচ টপলি, লিয়াম লিভিনস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, আনরিখ নর্কিয়া, ওটনিয়েল বার্টমান, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।


আরো সংবাদ



premium cement