অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রানেই শেষ বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৪, ০৮:১৭, আপডেট: ২১ জুন ২০২৪, ০৯:২১
ভেন্যু বদলেছে, বদলেছে প্রতিপক্ষও। তবে বদলায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাড়মেড়ে ব্যাটিং প্রদর্শনী টাইগারদের। তবে নাজমুল হোসেন শান্ত আর তাওহীদ হৃদয়ের ব্যাটে চ্যালেঞ্জিং একটা পুঁজিই পেয়েছে টাইগাররা। তবে চ্যালেঞ্জ জানাতে আরো একবার জ্বলে উঠতে হবে বোলারদের।
শুক্রবার এন্টিগায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তুলেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স।
টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা তিন ইয়র্কারের প্রথম দুটো কোনো রকমে আটকে দিলেও তৃতীয়টা আর পারেননি তানজিদ তামিম। মিচেল স্টার্ক ভেঙে দেন উইকেট।
৩ বলে ০ রানে তামিম ফেরার পর জুট বাঁধেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্ত শুরু থেকেই চড়াও হয়ে খেললেও লিটন শুরু করেন ধীরে সুস্থে৷ দশম বলে খোলেন নিজের রানের খাতা। তবুও পাওয়ার প্লেতে দু'জনে মিলে ৩৯ রান এনে দেন দলকে।
৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭/১। ততক্ষণে জমে গেছে দু'জনের জুটি। এরপর যখন কিনা বড় সংগ্রহের পথে ছুটবে দল, তখনই উইকেট বিলিয়ে ফেরেন লিটন। ২৫ বলে ১৬ রান করে আউট হন এডাম জাম্পার বলে।
এদিকে রানে ফিরলেও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের পর বাংলাদেশ অধিনায়ককেও ফিরিয়েছেন জাম্পা। সুইপ করতে গিয়ে এলবিডব্লু হয়ে ফেরেন তিনি। বাংলাদেশ অধিনায়কের ইনিংস শেষ হয় ৩৬ বলে ৪১ রানে।
মাঝে সবাইকে চমকে দিয়ে মাঠে আসলেও চমক দেখাতে পারেননি রিশাদ হোসাইন। ৩ বলে ২ রানেই শেষ হয় তার ইনিংস। সাকিবও ফেরেন দ্রুত। শান্ত ফেরার পর যখন কিনা হাল ধরবেন দলের, তখন মাঠে এসে ১০ বলে ৮ রানের বেশি করতে পারেননি সাকিব।
মাহমুদউল্লাহ তো পারেননি থিতু হতেই। ১৭.৫ ওভারে ছন্দে থাকা এই ব্যাটার ফেরেন ২ বলে ২ রানে। পরের বলে ফেরেন শেখ মেহেদীও। দু'জনকেই ফেরান প্যাট কামিন্স। পরের ওভারে এসে প্রথম বলে তাওহীদ হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। যা এবারের আসরের প্রথম হ্যাটট্রিক।
আউট হবার আগে অবশ্য তাওহীদ হৃদয় দলকে এনে দিয়ে যান মান বাঁচানো পুঁজি। তার ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করেই ৮ উইকেটে ১৪০ রান আসে স্কোরবোর্ডে। শেষ দিকে তাসকিন করেন ৭ বলে ১৩* রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা