১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইনিংস বড় করতে পারলেন না শান্ত, বিপদে বাংলাদেশ

ইনিংস বড় করতে পারলেন না শান্ত, বিপদে বাংলাদেশ - ছবি : ইএসপিএনক্রিকইনফো

রানে ফিরলেও ইনিংস বড় করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের পর বাংলাদেশ অধিনায়ককেও ফিরিয়েছেন এডাম জাম্পা। মাঝে রিশাদ হোসেনও ফেরায় বিপদে টাইগাররা। শেষ ৩৪ বলে ২৬ রান তোলতেই হারিয়েছে ৩ উইকেট।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার এন্টিগায় খেলছে দুই দল। যেখানে টসে জিতে আগে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে অজিরা।

টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা তিন ইয়র্কারের প্রথম দুটো কোনো রকমে আটকে দিলেও তৃতীয়টা আর পারেননি তানজিদ তামিম। মিচেল স্টার্ক ভেঙে দেন উইকেট।

৩ বলে ০ রানে তামিম ফেরার পর জুট বাঁধেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্ত শুরু থেকেই চড়াও হয়ে খেললেও লিটন শুরু করেন ধীরে সুস্থে৷ প্রথম নয় বল ডট দেয়ার পর দশম বলে খুলেন রানের খাতা।

পাওয়ার প্লেতে দু'জনে মিলে ৩৯ রান এনে দেন দলকে। গড়ে তুলেন পঞ্চাশোর্ধ রানের জুটি। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭/১। এরপর যখন কিনা হাফ ছেড়ে বড় সংগ্রহের পথে ছুটবে দল, তখনই উইকেট বিলিয়ে ফেরেন লিটন।

২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। এরপর সবাইকে চমকে দিয়ে মাঠে আসেন রিশাদ হোসাইন। তবে ব্যাট হাতে চমকে দিতে পারেননি, ৩ বলে ২ রানেই শেষ হয় তার ইনিংস। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৭/৩।

১৩তম ওভারে এসে থিতু হয়ে যাওয়া শান্তকে হারায় টাইগাররা। সুইপ করতে গিয়ে এডাম জাম্পাকে উইকেট দিয়ে আসেন তিনি। বাংলাদেশ অধিনায়কের ইনিংস শেষ হয় ৩৬ বলে ৪১ রানে। ১৪ ওভার শেষে সংগ্রহ ৯০/৪।

বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। জাকের আলির পরিবর্তে খেলছেন শেখ মেহেদী।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল