১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিরলেন লিটন-রিশাদ, ভরসা শান্ত

ফিরলেন লিটন-রিশাদ, ভরসা শান্ত - ছবি : ইএসপিএনক্রিকইনফো

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না লিটন দাস। পারলেন না ব্যর্থতার বৃত্ত ভেঙে চেনা ছন্দে ফিরতে। জাম্পাকে খেলতে গিয়ে ফিরেছেন উইকেট দিয়ে৷ তাতে ভেঙেছে নাজমুল শান্তের সাথে তার ৫৮ রানের যুগলবন্দী।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার এন্টিগায় খেলছে দুই দল। যেখানে টসে জিতে আগে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে অজিরা।

টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা তিন ইয়র্কারের প্রথম দুটো কোনো রকমে আটকে দিলেও তৃতীয়টা আর পারেননি তানজিদ তামিম। মিচেল স্টার্ক ভেঙে দেন উইকেট।

৩ বলে ০ রানে তামিম ফেরার পর জুট বাঁধেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্ত শুরু থেকেই চড়াও হয়ে খেললেও লিটন শুরু করেন ধীরে সুস্থে৷ প্রথম নয় বল ডট দেয়ার পর দশম বলে খুলেন রানের খাতা।

পাওয়ার প্লেতে দু'জনে মিলে ৩৯ রান এনে দেন দলকে। গড়ে তুলেন পঞ্চাশোর্ধ রানের জুটি। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭/১। যখন কিনা হাফ ছেড়ে বড় সংগ্রহের পথে ছুটবে দল, তখনই উইকেট বিলিয়ে ফেরেন লিটন।

২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। এরপর সবাইকে চমকে দিয়ে মাঠে আসেন রিশাদ হোসাইন। তবে ব্যাট হাতে চমকে দিতে পারেননি, ৩ বলে ২ রানেই শেষ হয় তার ইনিংস। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৭/৩। শান্ত ব্যাট করছেন ২৮ বলে ৩৯ রানে।

বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। জাকের আলির পরিবর্তে খেলছেন শেখ মেহেদী।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় অংশ নেয়া আ‘লীগ নেতা বিএনপির লং মার্চ : আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে দাফনের ৪ মাস পর লাশ উত্তোলন কক্সবাজারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইভাংকার শ্বশুরের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সাফাই ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩ রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা কমেছে : বাংলাদেশ ব্যাংক বাঁশখালীতে পুড়ে ছাই হলো ১২ পরিবারের বসতঘর তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে নায়িকা পূজা চেরির ছাত্রশিবিরে যোগ দেয়ার দাবি ভুয়া 

সকল