অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৪, ০৬:২৬, আপডেট: ২১ জুন ২০২৪, ০৬:৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ফুরিয়েছে ১৭ বছরের অপেক্ষা। ২০০৭ সালের পর আবারো সুপার এএইটের ম্যাচ খেলছে টাইগাররা।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় শুরু হবার কথা ছিল লড়াই, টস হবার নির্ধারিত সময় ছিলো ৬টায়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে খানিকটা বিলম্বিত হয়েছে টস। যেখানে টসে জিতে আগে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে অজিরা।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলছে দুই দল। আছে বৃষ্টি শঙ্কা।
বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। জাকের আলির পরিবর্তে খেলছেন শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা