আফগানদের হারিয়ে সুপার এইটের সূচনা ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৪, ০০:৫২
সেমিফাইনালে দৌড়ে একধাপ এগিয়ে গেল ভারত। জয় দিয়েই সুপার এইট শুরু সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে নিজেরা ৮ উইকেটে ১৮১ রান তুলার পর আফগানদের গুঁটিয়ে দিয়েছে ১৩৪ রানে।
বার্বাডোজে বৃহস্পতিবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। তবে এই ম্যাচেও জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। রোহিত শর্মাও পারেননি থিতু হতে। যদিও সূর্য কুমার যাদবের ফিফটিতে জয় পেতে সমস্যা হয়নি ভারতের।
ইনিংসের তৃতীয় ওভারেরই রোহিত শর্মাকে ফেরান ফজলে হক ফারুকী। ১৩ বলে ৮ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। তাতে খানিকটা চাপে পড়ে যায় তারা, ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৪/১।
কোহলি থিতু হয়ে মাঠে থাকার যারপরনাই চেষ্টা করেন। তবে নবম ওভারে তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন রাশিদ খান। ২৪ বলে ২৪ রানে ফেরেন তিনি। তার আগে অবশ্য রিশাভ পান্তকেও ফেরান রাশিদ, সপ্তম ওভারে ১১ বলে ২২ করে সাজঘরে ফেরেন পান্ত। পাঁচে নামা শিভাম দুবেও ফেরেন ১০ রানে।
এরপর সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ভারতের রানের চাকা ঘুরাতে থাকেন। তাদের ৬০ রানের জুটি বিপদ থেকে উদ্ধার করে দলকে। তবে দলীয় ১৫০ রানে বিদায় নেন সূর্যকুমার। ২৮ বল থেকে ৫৩ রান আসে তার ব্যাটে। এক ওভার পর ২৪ বলে ৩২ রানে আউট হন হার্দিকও।
এরপর জাদেযার ৭ আর অক্ষর প্যাটেলের ১২ রানে ১৮০ পাড়ি দেয় ভারত। ফজলে হক ফারুকী ও রাশিদ খান নেন তিনটি করে উইকেট।
জবাব দিতে নামা আফগানদের ইনিংসের শুরু থেকেই ভুগিয়েছেন যশপ্রীত বুমরা। পাওয়ারপ্লেতেই তুলে নেন আফগানদের ৩ উইকেট। যার দুটোই যায় বুমরাহর ঝুলিতে।
দারুণ ছন্দে থাকা রহমানউল্লাহ গুরবাজকে (১১) ফেরানোর পর হজরতউল্লাহ জাজাইকে ফেরান বুমরাহ। আর তিনে নামা ইবরাহীম জাদরানকে (৮) ফেরান অক্ষর প্যাটেল। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রশিদ খানের দল। মাঝে গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪৪ রানের জুটি আফগানদের রানটাকে এক শ’র ওপারে নিয়ে যেতে সহায়তা করেছে। কমিয়েছে হারের ব্যবধান।
গুলবাদিন নাইব ১৭ ও আজমতুল্লাহ ওমরজাই করেন ২০ বলে ২৬ রান। তাছাড়া নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে আসে ১৯ রান। ইনিংসের শেষ বলে এসে অলআউট হয় আফগানরা। ৩টি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও আর্শদীপ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা