১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বের সেরা বাঁ হাতি স্পিনার হবার খুব কাছে সাকিব

বিশ্বের সেরা বাঁ হাতি স্পিনার হবার খুব কাছে সাকিব - ফাইল ছবি

লোকমুখে একটা প্রবাদ আছে, ‘সাকিব আল হাসান রেকর্ডের পেছনে নয়, রেকর্ড তার পেছবে ঘুরে।’ অনেকে তো সাকিবের নাম বদলে ‘রেকর্ড আল হাসান' নামে ডাকে। তবে তা যে খুব একটা বাড়াবাড়ি নয়, প্রতিনিয়ত তা প্রমাণ করে যাচ্ছেন সাকিব।

এবার আরো কিছু বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। যে রেকর্ডগুলো হয়ে যেতে পারে আজই, অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে বল হাতে আর মাত্র চারটা উইকেট পেলেই তিন-তিনটা নতুন রেকর্ড গড়বেন তিনি।

এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। তবে সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে আনছেন তিনি। তৃতীয় ম্যাচে রানের দেখা পেলেও উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে আরো এক ম্যাচ বেশি। অবশেষে নেপালের বিপক্ষে জোড়া উইকেট তোলে অপেক্ষা ফুরিয়েছেন সাকিব।

সাকিব এবার বিশ্বকাপ শুরু করেছিলেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারী হয়ে, ৪৭ উইকেট নিয়ে। তখন থেকেই অপেক্ষা উইকেটের অর্ধশতক কখন পূরণ করবেন তিনি। প্রথম চার ম্যাচে ২ উইকেট তুলে নেয়ায় এখন আর মাত্র ১টা উইকেট প্রয়োজন এই মাইলফলকে পৌঁছাতে। যা হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

শুধু তাই নয়, আর মাত্র ২ উইকেট পেলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রান ও ১৫০ উইকেট নেবার মাইলফলক স্পর্শ করবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ১৪৮।

এদিকে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে সাত শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব এখন বিশ্বের সেরা বাঁ হাতি স্পিনার হবার পথে। আর মাত্র ৪ উইকেট পেলে বাঁহাতি স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট পাওয়া বোলার হবেন তিনি।

দেশের জার্সিতে তিন ফরম্যাটে সাকিবের উইকেট এখন ৭০২তম উইকেট। টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট ছাড়াও টেস্টে ২৩৭টি ও ওয়ানডেতে ৩১৭ উইকেট নিয়েছেন সাকিব। তার সামনে কেবল আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, ৭০৫।

উল্লেখ্য, সুপার এইটে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।


আরো সংবাদ



premium cement