১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিসিবি পরিচালক আলমগীর খানের ইন্তেকাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রীড়া সংগঠক আলমগীর খান - ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রীড়া সংগঠক আলমগীর খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্ষীয়ান পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন।

আলো বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক কাউন্সিলর আলো দেশের ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

২০১৭ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন আলো।

আলমগীর খান আলোর পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বিসিবি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement