সুপার এইটে থাকছেন সৈকত, বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ০৬:১৫
বিরামহীন সামনে ছুটছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। একের পর এক সাফল্যে স্বপ্নের দরজা খুলছে তার। বিশ্বকাপে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি, এবার বিশ্বকাপের সুপার এইটেও থাকছেন তিনি। তিনটা ম্যাচে দায়িত্বে থাকবেন তিনি।
বিশ দল নিয়ে যাত্রা করা বিশ্বকাপে এখন টিকে আছে মাত্র আট দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে বুধবার থেকে লড়াইয়ে নামবে দলগুলো। তার আগে এই পর্বের ১২ ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রস্তুত করেছে আইসিসি।
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের জন্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে তারা। যেখানে তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০, ২১ ও ২৪ জুন দায়িত্বে থাকবেন তিনি।
২০ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। তবে ২১ জুন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবেই মাঠে থাকবেন তিনি। আর ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই বাংলাদেশী থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
একই সাথে জানা গেছে বাংলাদেশের ম্যাচগুলোয় কারা থাকছেন দায়িত্বে। ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গোও। তৃতীয় আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক।
২২ জুন ভারতের বিপক্ষে ম্যাচে অন-ফিল্ডে থাকবেন মাইকেল গোও ও আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় জন হলেন ল্যাংটন রুসেরে। আর ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে থাকবেন ল্যাংটন রুসেরে ও নীতিন মেনন। যেখানে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা