আমাদের আরো একজন ‘সাকিব’ আছেন!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জুন ২০২৪, ১৬:০৩
তানজিম সাকিব যেন হয়ে উঠেছেন আরো একজন সাকিব আল হাসান। মাঠের বাহির বা ভেতর, সব সমালোচনার জবাব দেন যিনি পারফরম্যান্সে। শুধু কি এখানেই, প্রতিপক্ষের চোখে চোখ রাখতেও যেন তিনি পারেন বড় সাকিবের মতো করে।
তানজিম সাকিবকে নিয়ে আলোচনার শেষ নেই। জাতীয় দলে আসার পর থেকেই নানান ঘটনায় ভিলেন বানানো হয়েছে তাকে। কখনো নারীদের নিয়ে পুরানো ফেসবুক স্ট্যাটাসের জেরে, কখনো জাতীয় সঙ্গীতে সুর না মেলানোর অজুহাতে।
এমনকি তানজিম সাকিবের বিশ্বকাপে আসা নিয়েও ছিল আলোচনা। ১৫ সদস্যের দলে তার নাম এসেছে সবার শেষে। জানা গেছে, বিশ্বকাপের প্রাথমিক দলেও নাকি তার নাম ছিল না।
এই নিয়ে কি কম কথা হয়েছে, তার জায়গা পাওয়া নিয়ে কত তর্কবির্তক হয়েছে পক্ষে-বিপক্ষে। খোঁজা হয়েছে কত ষড়যন্ত্র তত্ত্বও।
যার দলে ডাক পাওয়া নিয়েই এত দ্বিধা, এত অনিশ্চয়তা; তার একাদশে সুযোগ পাওয়া নিশ্চয়ই সহজ হওয়ার কথা না! হতো না নিশ্চিতভাবেই, যদি না শরিফুল চোটে পড়তেন বিশ্বকাপের আগ মুহূর্তে।
সুযোগ পেয়েই সাকিব এমনভাবে জ্বলে উঠেছেন, শরিফুল সুস্থ হয়ে উঠলেও এবারের বিশ্বকাপে তার একাদশে সুযোগ পাওয়া অনিশ্চিত। সব আলোচনা-সমালোচনা জবাব যেন বল হাতেই দিচ্ছেন তিনি।
এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটে শিকারি তানজিম, ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। প্রতি ম্যাচেই রাখছেন আগ্রাসনের ছাপ, নেপালের বিপক্ষে যা করেছেন তা ছাপিয়ে গেছে সব কিছুকে।
চার ওভারে ২১টি ডট বল দিয়ে অদল-বদল আনেন রেকর্ড বুকে। হুলস্থুল ফেলে দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে। যদিও সেই রেকর্ড ২৪ ঘণ্টাও স্থায়ী হয়নি, রাত নামতেই চার ওভারে ২৪ বলের সব কয়টি ডট দিয়ে নতুন রেকর্ড গড়েছেন কিউই পেসার লকি ফার্গুনসন।
তানজিম সাকিব এমন না যে তাসকিন-শরিফুলের মতো শক্তপোক্ত দীর্ঘাদেহী গড়নের, আবার মোস্তাফিজের মতো নেই বিশেষ কোনো ক্ষমতা;; তবুও তানজিম সাকিব প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন কেবল নিজেকে ভেঙে-গড়ে। নিজেকে বিলিয়ে দিয়ে।
তানজিম সাকিব একজন জাত ম্যাচ উইনার। নিজের আবির্ভাবেই প্রমাণ রেখেছিলেন তিনি, ভারতের বিপক্ষে এশিয়া কাপে জয় এসেছিল তো তার বদৌলতেই। তাছাড়া বিশ্বকাপে লঙ্কা বধ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়- ওয়ানডেতে তার সক্ষমতার জানান দেয়।
তবে টি-টোয়েন্টিতে খানিকটা পিছিয়ে ছিলেন বলা যায়। বিশ্বকাপের আগে ছয় ম্যাচে মাত্র ৪ উইকেট ছিল তার, ইকোনমিও ছিল না সাথে। তবে নিজেকে চেনার মঞ্চ হিসেবে সাকিব বেছে নিলেন বড় মঞ্চ। একটা চ্যালেঞ্জও তো ছিল সমালোচকদের সাথে।
আর সাকিব আল হাসানের মতোই এই সাকিবও যে চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসেন, তা কি আর অজানা এতদিনে!
শুধুই কি সমালোচক, প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানাতেও বড় সাকিবের মতো পটু তিনি। মাঠের বাহিরের নিপাট ভদ্রলোক, মাঠের ভেতর ভীষণ আগ্রাসী। গতকাল নেপাল অধিনায়ককে যেভাবে চোখ তুলে কথা বলেছেন, তাতে বলাই যায় ‘আমাদের আরো একজন সাকিব আছেন’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা