বড় জয়ে বিশ্বকাপ অভিযান শেষ শ্রীলঙ্কার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ১৪:০৫, আপডেট: ১৭ জুন ২০২৪, ১৪:০৭
বড় জয় দিয়ে গ্রুপ পর্ব থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো শ্রীলঙ্কা।
আজ সোমবার ‘ডি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৮৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জিতলো লঙ্কানরা।
৪ ম্যাচ করে খেলে শ্রীলঙ্কা ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে এবং ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো নেদারল্যান্ডস।
সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে এবারের বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।৩ কোনো ব্যাটারের হাফ-সেঞ্চুরির ইনিংস ছাড়াই ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে লঙ্কানরা। সর্বোচ্চ ৪৬ রান করে করেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা।
মেন্ডিসের ২৯ বলের ইনিংসে ৫টি চার ও আসালঙ্কার ২১ বলের ইনিংসে ১টি চার ও ৫টি ছক্কা ছিল।
এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ৩৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ৩০ ও অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা ৬ বলে অনবদ্য ২০ রান করেন।
জবাবে শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ দশমিক ৪ ওভারে ১১৮ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে করেন মাইকেল লেভিট ও অধিনায়ক স্কট এডওয়াডর্স।
শ্রীলঙ্কার নুয়ান থুশারা ৩টি, হাসারাঙ্গা ও পাথিরানা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা