১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

টি২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র ২৬ রানে তাদের ৫ উইকেট নিয়ে নিয়েছে। ফলে ১০৬ রান করেও ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।

বাংলাদেশ ১০৬ রান
নেপাল ভোগাতে পারে জানা ছিল, তাই বলে এভাবে ভোগাবে ভাবেনি কেউ। দূর্দান্ত বোলিংয়ে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে টাইগারদের, যেন সবে দেখছিলো চোখে সর্ষে ফুল। ভাবা যায়, কেউ পারেননি বিশ রানের গণ্ডি পেরোতে! ফিরেছেন গা গরম হবার আগেই।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সোমবার ভোরে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। যেখানে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। যদিও শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১০৬ রান আসে স্কোরবোর্ডে।

শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই আত্মহত্যা করেন তানজিদ তামিম। সোমপালকে তার বলেই ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। ওই ওভারে ফিরতে পারতেন লিটনও, রিভিউ নিয়ে বেঁচে যান এই ব্যাটার।

লিটন সেবার বাঁচলেও বাঁচেননি নাজমুল হোসেন শান্ত। দীপেন্দ্র সিংহের বল না বুঝে বোল্ড হয়েছেন দ্বিতীয় ওভারর তৃতীয় বলেই। ৫ বলে ৪ করে আউট হন তিনি। বাংলাদেশ অধিনায়কের যেন রান করার দিন আসছেই না!

লিটন দাস আর শান্তের মাঝে যেন প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি খারাপ করতে পারে। যেখানে লিটন একটু পিছিয়েই থাকলেন, ১২ বলে ১০ রানে তিনি আউট হয়েছেন। ব্যর্থতার চোরাবালিতে দু'জনে যেন আটকা পড়েছেন।

থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়ও। দলের প্রয়োজনের সময়ে অহেতুক শট খেলে ফিরেছেন ভালো শুরু করেও। ৭ বলে ৯ রানে আউট হন তিনি। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ।

এরপর অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন সাকিব। তবে সেই সাকিবের ভুলেই কপাল পুড়ে মাহমুদউল্লাহর। সাকিবের কলে সাড়া দিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন ১৩ বলে ১৩ রানে। ৯ ওভারে ৫২ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা।

ভুলের প্রায়শ্চিত্ত করতে পারেননি সাকিব। ১১.৪ ওভারের মাথায় দলকে ৬১ রানে রেখে ফেরেন তিনিও। ২২ বলে ১৭ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়ে শেষ হয় তার ইনিংস। এরপর ফেরেন তানজিম সাকিব ৩ রানে ধরেন সাজঘরের পথ।

জাকের আলির দৌড় থামে ২৬ বলে ১২ রানে৷ এছাড়া রিশাদ হোসেন করেন ১৩ রান। শেষ দিকে তাসকিন আহমেদের ১২ রানে তিন অংকের ঘরে পৌঁছায় বাংলাদেশ। মোস্তাফিজ রান আউট হন ৬ রানে

লামিচানে, রোহিত পাড়েল, সোমপাল কামি ও দীপেন্দ্র সিং প্রত্যেকেই নেন দুটো করে উইকেট।

ঈদের দিনটা ব্যাট হাতে বেশ বাজে গেল বাংলাদেশের। এবার বল হাতে তার প্রায়শ্চিত্ত করতে পারলেই হয়৷ অন্যথায় লজ্জায় পড়তে হবে টাইগারদের।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল